×

সাহিত্য

সাত তরুণের সাত নাটকে ‘নতুন উৎসব’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯, ০২:৩৩ এএম

সাত তরুণের সাত নাটকে ‘নতুন উৎসব’

নাগরিক নাট্য সম্প্রদায়ের পৃষ্ঠপোষকতায় সাতজন তরুণ নির্দেশক মঞ্চে নিয়ে আসছেন সাতটি নতুন মঞ্চনাটক। এসব নাটক নিয়ে রাজধানীর জাতীয় নাট্যশালায় আয়োজন করা হচ্ছে নতুনের উৎসব। ‘নতুনের উৎসব ২০১৯’ শিরোনামে নাট্যোৎসব চলবে আগামী ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত।

উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি থাকবেন আইটিআইএর সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার, আরণ্যক নাট্যদলের প্রধান সম্পাদক মামুনুর রশীদ, ঢাকা থিয়েটারের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সভাপতিত্ব করবেন নাগরিকের সভাপতি আতাউর রহমান। স্বাগত বক্তব্য দেবেন সহ-সভাপতি সারা যাকের।

শনিবার (২৩ নভেম্বর) নাগরিক নাট্য সম্প্রদায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাগরিকের পক্ষ থেকে এসব তথ্য জানান আসাদুজ্জামান নূর। এ সময় উপস্থিত ছিলেন নাগরিকের পান্থ শাহরিয়ার, কাজী তৌফিকুল ইসলাম ইমন, সাইদুর রহমান লিপন, মুস্তাফিজ শাহীন প্রমুখ।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রযোজনায় নতুন নাটক নির্দেশনা দিচ্ছেন পান্থ শাহরিয়ার। ‘কালো জলের কাব্য’ নামের এ নাটকটি মঞ্চে আনছে দলটি। এ নাটকের মাধ্যমে দুই দশকের বেশি সময় পর নতুন নাটকে মঞ্চে অভিনয় করছেন আসাদুজ্জামান নূর।

পান্থ শাহরিয়ার জানান, উইলিয়াম শেকসপিয়ারের লেখা ‘মার্চেন্ট অব ভেনিস’ থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটি লেখা। এখন মহড়া চলছে। আসাদুজ্জামান নূর ছাড়াও এতে অভিনয় করছেন অপি করিম, মোস্তাফিজ শাহিন, পান্থ শাহরিয়ারসহ অনেকে। সংগীত পরিকল্পনা করছেন আহসান রেজা তুষার, সেট করছেন সাইফুল ইসলাম আর আলোক পরিকল্পনা করছেন নাসিরুল হক।

অন্যদিকে শুভাশিস সিনহার নির্দেশনায় মঞ্চে আসছে ‘ও মনপাহিয়া’ নামের আরেকটি নাটক। এ নাটকটি মঞ্চে আনছে মণিপুরি থিয়েটার। এ ছাড়া সুনামগঞ্জের বন্ধন থিয়েটার ও প্রসেনিয়াম থিয়েটার যৌথভাবে মঞ্চে আনছে শামীম সাগরের নির্দেশনায় ‘রাধারমণ’। নাগরিক নাট্যাঙ্গন মঞ্চে আনছে হৃদি হকের নির্দেশনায় ‘আকাশে ফুইটেছে ফুল- লেটো কাহন’। পরিসর মঞ্চে আনছে সাইদুর রহমান লিপনের নির্দেশনায় ‘অরূপ রতন’। প্রাচ্যনাট মঞ্চে আনছে কাজী তৌফিকুল ইসলাম ইমনের নির্দেশনায় ‘খোয়াবনামা’ এবং নাগরিক নাট্য সম্প্রদায় মঞ্চে আনছে মোস্তাফিজ শাহীনের নির্দেশনায় ‘লটারি’।

বাংলাদেশে দর্শনীর বিনিময়ে নাট্যচর্চার পথিকৃৎ নাগরিক নাট্য সম্প্রদায়। ২০১৮ সালে এ দলটি উদযাপন করেছে প্রতিষ্ঠার ৫০ বছর এবং দর্শনীর বিনিময়ের নাট্যচর্চার ৪৫ বছর। ১৯৭৩ সালে বাদল সরকারের লেখা ‘বাকি ইতিহাস’ নাটক মঞ্চায়ন করে নিয়মিত দর্শনীর বিনিময়ে নাট্যচর্চা শুরু করে এ নাট্যদলটি। তারই ধারাবাহিকতায় এবার নতুন উদ্যোগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App