×

অর্থনীতি

বাজার পরিস্থিতি নিয়ে বৈঠকে চার মন্ত্রণালয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯, ০২:১২ পিএম

বাজার পরিস্থিতি নিয়ে বৈঠকে চার মন্ত্রণালয়

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সঙ্গে বৈঠকে বসেছে দুই মন্ত্রীসহ চার মন্ত্রণালয়।

রবিবার (২৪ নভেম্বর) দুপুর পৌনে ১টায় রাজধানীর মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ভবনে এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, শিল্পমন্ত্রণালয়ের আবদুল হালিম, খাদ্যমন্ত্রণালয়ের সচিব শাহাবুদ্দিন আহমেদ, জাতীর রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মফিজুল ইসলামসহ ব্যবসায়ীরা উপস্থিত আছেন।

নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর বছরব্যাপী চাহিদা, বাংলাদেশে পণ্যের উৎপাদন, আমদানি, মজুত ব্যবস্থা, সরবরাহ ব্যবস্থাপনা ও যৌক্তিক মূল্য নির্ধারণের প্রয়োজনীয় দিক-নির্দেশনার বিষয়ে জরুরি এ সভা ডাকা হয়েছে।

তবে সাংবাদিকদের এসব বিষয়ে কিছু বলা হয়নি। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম।

বৈঠকের শুরুতে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর (চাল, ডাল, গম, ভোজ্য তেল, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, গরম মসলা, চিনি, লবণ, মাছ, মাংস ও পোল্ট্রি) বছরব্যাপী চাহিদা, বাংলাদেশে পণ্যের উৎপাদন, আমদানি, মজুত ব্যবস্থা, সরবরাহ ব্যবস্থাপনা ও যৌক্তিক মূল্য নির্ধারণের প্রয়োজনীয় দিক নির্দেশনার নিয়ে স্বাগত বক্তব্য দেন এফবিসিসিআই সভাপতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App