×

আন্তর্জাতিক

“ফ্রান্সে’র লজ্জা” প্রতিরোধে গণপদযাত্রা

Icon

nakib

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯, ০৪:১৪ পিএম

“ফ্রান্সে’র লজ্জা” প্রতিরোধে গণপদযাত্রা
“ফ্রান্সে’র লজ্জা” প্রতিরোধে গণপদযাত্রা
 

পারিবারিক সহিংসতা রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিতে ১০ হাজার বিক্ষোভকারী ফান্সের রাস্তায় নেমে এসেছেন। দেশটির নারীরা ইউরোপের সবচেয়ে বেশী পারিবারিক সহিংসতার শিকার হয়। যাকে প্রেসিডেন্ট ইমানুয়্যেল ম্যাক্রো “ফ্রান্সের লজ্জা” হিসেবে অভিহিত করেছেন।

এ বছরই দেশটিতে ১৩০ জন নারী বর্তমান বা সাবেক সঙ্গীর হাতে নিহত হয়েছে।

প্যারিস পদযাত্রায় সারা ফ্রান্সের ৭০টিরও বেশী সংস্থা অংশগ্রহন করেছে যাদের অধিকাংশই ছিল নারী সদস্য। ফ্রান্সে ১ লাখ এবং সারা দেশে দেড় লাখ মানুষ ফ্রান্সে ইতিহাসে সবচেয়ে বড় লিঙ্গ বৈষম্যবিরোধী র‌্যালীতে অংশ নিয়েছে বলে দাবী করা হয় আয়োজকদের পক্ষ থেকে।

২০১৪ সালে ইউরোপিয় ইউনিয়নের এ সমীক্ষায় দেখা গেছে ফ্রান্সের ২৬% নারীরা তাদের ১৫ বছর বয়সের মধ্যেই কোন না কোন পুরুষ সঙ্গী দ্বারা শারীরিক অথবা যৌন নির্যাতনের শিকার হয়েছিল।

ফ্রান্সের নারীরা প্রতি বছর ২ লাখ ২০ হাজার পারিবারিক সহিংসতার শিকার হয়। জাতিসংঘ বলছে ২০১৭ সালে ৮৭ হাজার নারী ও শিশু বিশ্বব্যাপী হত্যাকাণ্ডের শিকার হয় যাদের মধ্যে অর্ধেক ভিকটিমরা তাদের সঙ্গী অথবা পরিবারের সদস্যদের হাতে প্রাণ হারান।

নকিব/

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App