×

অর্থনীতি

নিত্যপণ্যের বাজার ‘নিয়ন্ত্রণে’ বসছেন তিন মন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯, ০৩:০৭ এএম

নিত্যপণ্যের বাজার ‘নিয়ন্ত্রণে’ বসছেন তিন মন্ত্রী

শিল্পমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রী। ছবি: সংগ্রহ।

পেঁয়াজ নিয়ে নানা সমালোচনা আর বিতর্কের পরই হঠাৎ গুজবের পাখায় চড়ে লবণের দামের তাণ্ডব। আবার পরিবহন ধর্মঘটের অজুহাতে চালের বাজার চড়ে গেছে। ভারত হঠাৎ করেই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ায় কয়েকদিনেই দাম লাফিয়ে কেজি প্রতি দুইশ আড়াইশ টাকা দাঁড়ায়। গুজবে ৩৫ টাকার লবণ গিয়ে ঠেকে একশ থেকে দেড়শতে। আবার পর্যাপ্ত মজুত থাকার পরেও হঠাৎ চালের দাম ঊর্ধ্বমুখী হতে থাকে।

নিত্যপণ্যের বাজার হঠাৎ করেই সরকারের হাতছাড়া হয়ে যায়। নিয়ন্ত্রণের সুতো যেন কেউ কেড়ে নেয়। এমন পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুদ, দাম নির্ধারণসহ বাজার ব্যবস্থাকে হাতে মুঠোয় আনতে নেয়া হচ্ছে জরুরি উদ্যোগ। সংশ্লিষ্ট বিভাগ, প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্তকর্তাদের নিয়ে বৈঠকে বসছেন সরকারের তিন মন্ত্রী।

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আজ রোববার (২৪ নভেম্বর) বেলা ১২টায় জরুরি বৈঠকে বসছেন। রাজধানীর মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ভবনে এ বৈঠক ডাকা হয়েছে।

বৈঠকে উপস্থিত থাকবেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়াসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ ট্যারিফ কমিশন, প্রতিযোগিতা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

বৈঠকে চাল, ডাল, গম, লবণ, চিনি, ভোজ্যতেল, মাছ, মাংস ও পোল্ট্রি, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, গরম মসলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মজুত পরিস্থিতি ও বাজারজাতকরণ ব্যবস্থা নিয়ে আলোচনা হবে। পণ্যের বছরব্যাপী চাহিদা, উৎপাদন, আমদানি, মজুত-ব্যবস্থা, সরবরাহ ব্যবস্থাপনা ও যৌক্তিক মূল্য নির্ধারণের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App