×

সারাদেশ

কলাপাড়ায় প্রভাবশালীদের কাছে জিম্মি জেলেরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯, ০২:৩১ পিএম

কলাপাড়ায় প্রভাবশালীদের কাছে জিম্মি জেলেরা
পটুয়াখালীর কলাপাড়ায় ক্ষমতাশীল দলের প্রভাবশালীদের হাতে জিম্মি স্থানীয় জেলেরা। উপজেলার রামনাবাদ নদী ও কুয়াকাটার পর্যটন কেন্দ্রের সীমানা হতে বঙ্গোপসাগরের একটি নির্দিষ্ট স্থানে ছোট ছোট ট্রলার নিয়ে মাছ ধরা জেলেদের কাছ থেকে ট্রলার প্রতি টাকা তোলার অভিযোগ উঠেছে ক্ষমতাশীল দলের প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে। টাকা দিতে আপরাগতা প্রকাশ করলে জেলেরা নির্যাতন সহ জাল ও ট্রলার কেড়ে নেয়া হয় বলেও জানা যায়। সরেজমিনে ঘুরে দেখা যায়, রামনাবাদ নদীর চড় বালিয়াতলী ও চড় ধুলাসাড়ের ডোসের মোহনাসহ বঙ্গোপসাগরের একটি নির্দিষ্ট সীমানায় দীর্ঘ বছর ধরে ট্রলার নিয়ে জেলেরা মাছ শিকার করে আসছে। গত র্মাচ ও এপ্রিল থেকে ক্ষমতাশীল দলের প্রভাবশালী নেতাদের বছরে ট্রলার প্রতি ৮০ হাজার থেকে ২ লক্ষ টাকা দিতে হচ্ছে। কেউ টাকা দিতে অস্বীকার করলে অপমান ও অপদস্থ সহ তাদের জাল ও ট্রলার কেড়ে নেয়া হয়। এমনকি নদীতে মাছ ধরা বন্ধ করে দেয়া হয় সেই জেলের। নদীর একটি নির্দিষ্ট স্থান একটি ট্রলারে জন্য বরাদ্দ দেয়া হয়। যারা টাকা তুলছে তাদের ভয়ে জেলেরা মুখ খুলতে পারছে না বলে জানান স্থানীয় একাধিক জেলে। এবিষয়ে উপজেলা মৎস্য অফিসার মনোজ সাহা’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমার জানা নেই। মৎস্যজীবীরা যদি অভিযোগ করে তাহলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App