×

আন্তর্জাতিক

কলম্বিয়ায় বিক্ষোভ দমনে সেনা মোতায়েন

Icon

nakib

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯, ১১:৫০ এএম

কলম্বিয়ায় বিক্ষোভ দমনে সেনা মোতায়েন

রাস্তায় ছাত্রদের অবস্থান

কলম্বিয়ায় বিক্ষোভ দমনে সেনা মোতায়েন

টিয়ারশেল থেকে আত্নরক্ষার চেষ্টা

  কলম্বিয়ায় ৩য় দিনের মতো চলমান আন্দোলন দমনে সেনা মোতায়ন করে দেশটির প্রেসিডেন্ট ইভান ডোকু বলেন, সড়কে শৃংখলা আনয়নে কাজ করে যাবে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার আড়াইলাখ মানুষ রাস্তায় নেমে আসলে তা সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়। নূন্যতম বেতন, অবসর ভাতা ও কর কাঠামো সংস্কারসহ রাষ্টিয় কোম্পানী বেসরকারীকরণের দাবী নিয়ে শুরু হওয়া আন্দোলন [caption id="attachment_179571" align="alignnone" width="700"] টিয়ারশেল থেকে আত্নরক্ষার চেষ্টা[/caption] শুরুতে শান্তিপূর্ণ হলেও পরবর্তীতে পুলিশের সাথে সংঘর্ষের পর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। শনিবারে প্রসিডেন্ট এক ভাষণে বলেন, পুলিশের পাশাপাশি সেনা টহল চলমান থাকবে। তবে এ পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার সেনা মোতায়ন করা হয় কিন্তু শনিবারও বিক্ষোভকারীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়ায়। শুক্রবার রাতে এক বোমা হামলায় ৩ পুলিশ সদস্য নিহত হয় তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশেরে মতো কলম্বিয়ায়ও সরকার বিরোধী আন্দোলন জোরদার হচ্ছে রাজপথে। চিলিতে ১৯৯০ সালে গণতন্ত্র প্রতিষ্ঠার পর সবচেয়ে বড় রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। বলিভিয়ায় নির্বাচনী কারচুপির অভিযোগে দেশব্যাপী বিক্ষোভ চলছে। পাশাপাশি ইকুয়েডর ও নিকারাগুয়েতেও অস্থিরতা বিরাজ করছে। নকিব/

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App