×

আন্তর্জাতিক

কন্যা বিক্রির টাকায় পুত্রের সোনার হার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯, ১০:৫০ এএম

কন্যা বিক্রির টাকায় পুত্রের সোনার হার
যমজ সন্তান হয়েছিল, এক ছেলে ও এক মেয়ে। কিন্তু তাতে খুশি হতে পারেননি তামিলনাড়ুর ইয়েসুইরুদ্ধরাজ। তাই ছেলে নিজের কাছে রেখে মেয়েকে বিক্রি করে দিলেন। আর সেই টাকায় নিজের জন্য নতুন মোবাইল আর ছেলের জন্য সোনার হার কিনলেন। খবর আনন্দবাজার। গত ৮ নভেম্বর সরকারি হাসপাতালে ইয়েসুইরুদ্ধরাজের স্ত্রী পুষ্পলতা যমজ সন্তানের জন্ম দেন। কয়েকদিন হাসপাতালে কাটিয়ে দুই সন্তান নিয়ে বাড়ি ফেরেন। কিন্তু ইয়েসুইরুদ্ধরাজের মাথায় ছিল অন্য পরিকল্পনা। গত সপ্তাহে তারা ফের হাসপাতালে যান রুটিন চেকআপের জন্য। কিন্তু সেখানে চিকিৎসকরা দেখেন, ছেলেকে আনা হয়েছে, মেয়েটি তাদের সঙ্গে নেই। তারা জানতে চান, শিশুকন্যাটি কোথায়? পুষ্পলতা জানান, মেয়েকে বিক্রি করে দিয়েছে ইয়েসুইরুদ্ধরাজ। এরপর সেখানেই ঝগড়া শুরু হয় স্বামী-স্ত্রীর মধ্যে। ইয়েসুইরুদ্ধরাজের দাবি, শিশুকন্যা বিক্রির বিষয়ে স্ত্রী পুষ্পলতা সব জানেন। পুষ্পলতার দাবি, তাকে না জানিয়েই মেয়েকে বিক্রি করেছে ইয়েসুইরুদ্ধরাজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App