×

জাতীয়

এন্টিবায়োটিক ব্যবহারে পুরুষ এগিয়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯, ০৪:০৮ পিএম

এন্টিবায়োটিক ব্যবহারে পুরুষ এগিয়ে

দেশের ২১ থেকে ৩০ বছর বয়সী মানুষ সবচেয়ে বেশি এন্টিবায়োটিক ব্যবহার করছে। ব্যবহারের দিক থেকে নারীর চেয়ে পুরুষের সংখ্যাই বেশি। গবেষণায় দেখা গেছে, ৫৩ শতাংশ পুরুষ এবং ৪৭ শতাংশ নারী এন্টিবায়োটিক ব্যবহার করে ।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। রবিবার (২৪ নভেম্বর) মহাখালীর  আইইডিসিআরের সম্মেলন কক্ষে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

বক্তারা বলেন, এন্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার জনস্বাস্থ্যের জন্য বিশ্বব্যাপী এক হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে বহু স্পর্শকাতর এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি করে নিয়েছে। এমনকি আইসিওতে ব্যবহার উপযোগী অনেক এন্টিবায়োটিকও কাজ করছে না। তাই আর বিলম্ব না করে এখনই এন্টিবায়োটিক সম্পর্কে সাধারণ মানুষকে আরো বেশি সচেতন করতে হবে। এছাড়া নীতিনির্ধারনী পর্যায়েও এই সচেতনতা বাড়াতে হবে।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মিরজাদী সেব্রিনা ফ্লোরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. মো. আব্দুল আজিজ। বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App