×

খেলা

আবারও ইনিংস পরাজয় বাংলাদেশের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯, ০৩:১৩ পিএম

আবারও ইনিংস পরাজয় বাংলাদেশের

প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতা নিয়ে ভারতের কাছে ইনিংস পরাজয় হয় বাংলাদেশের। ঐতিহাসিক দ্বিতীয় টেস্টেও যেন তার পুনরাবৃত্তি। ব্যাটিং ব্যর্থতার গ্লানি নিয়ে দ্বিতীয় টেস্টেও ৪৬ রানে ইনিংস পরাজয় হয় বাংলাদেশের।

দুই টেস্টেই ইনিংস ও তিন দিনের ব্যবধানে জিতেছে স্বাগতিক ভারত। এরই মাধ্যমে দুই টেস্টে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। লাল বা গোলাপি কোনো বলেই ধৈর্য্যের পরীক্ষা দিতে পারেননি ব্যাটসম্যানরা।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। পরে ভারত ৯ উইকেটে ৩৪৭ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে। অথচ দ্বিতীয় ইনিংসে সেই রানও পূরণ করতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষ বলে বিদায় নেন তাইজুল। মাহমুদউল্লাহ রিটায়ার্ড হার্ট হওয়ায় তৃতীয় দিনও মাঠে নামতে পারেননি।

দলের পক্ষে মুশফিকুর রহিম ১৩ চারের সাহায্যে করেন সর্বোচ্চ ৭৪ রান। ভারতের পক্ষে ইশান্ত শরমা চারটি ও উমেশ যাদব পাঁচটি উইকেট তুলে নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App