×

খেলা

এসএ গেমসে ২৫ ডিসিপ্লিনে লড়াইয়ে প্রস্তুত বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯, ০২:৫৫ পিএম

এসএ গেমসে ২৫ ডিসিপ্লিনে লড়াইয়ে প্রস্তুত বাংলাদেশ
এসে গেমসের এবারের আসরে বাংলাদেশ থেকে ২৫ টি ডিসিপ্লিনে খেলোয়ার প্রশিক্ষক ম্যানেজার, গেমসের সেভ দ্য মিশন ডেপুটেশন টিম ডাক্তার এবং প্রশাসনিক কর্মকর্তাসহ ৬২১ জন অংশগ্রহণ করবেন। ১৩ তম এসএ গেমসের উদ্বোধনী দিনে মার্চ পাস্টে বাংলাদেশ দলের পতাকা বহন করবেন ১২ তম এসএ গেমসের দুইটি স্বর্ণপদক জয়ী সাঁতারু মাহফুজা খাতুন শিলা। শনিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ অলিম্পিক ফেডারেশন এর সচিব জনাব সৈয়দ শাহেদ রেজা, হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বিওএ'র সদস্য ওমর ফারুক, বাংলাদেশ যুব ফেডারেশন এর সিনিয়র সহ-সভাপতি এসপি সৈয়দা জান্নাত আরা ও বিওএর সাধক কাজী রাজিব উদ্দিন রাজিব উদ্দিন আহমেদ চপল। এর আগে ২০১৬ সালে ভারতের গোহাটি এবং শিলংয়ে অনুষ্ঠিত ১২ তম এশিয়ান গেমসে বাংলাদেশ চারটি স্বর্ণ ১৫ রৌপ এবং ৫৬ টি ব্রোঞ্জপদক সহ মোট ৭৫ টি পদক লাভ করেছিল। আগামী ডিসেম্বরে এসএ গেমস নিয়ে বেশ আশাবাদী সৈয়দ শাহেদ রেজা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবার আমাদের প্রত্যাশা অনেক বেশি। তবে এখনই বলা যাবেনা কোন ইভেন্টে বা কোন খেলায় আমাদের দেশ স্বর্ণ-রূপা জিতবে। ২৫ টি ডিসিপ্লিনতে আমাদের খেলোয়াড়রা অংশগ্রহণ করবে এবং সবাই ভালো খেলবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App