×

অর্থনীতি

 অনলাইনে ধান কিনবে সরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯, ০৩:৫৪ পিএম

 অনলাইনে ধান কিনবে সরকার
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘অনলাইনের মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার। এজন্য ‘কৃষকের অ্যাপস’ নামে একটি অ্যাপসের ব্যবহার শুরু করা হয়েছে।’ শনিবার (২৩ নভেম্বর) দুপুরে নওগাঁর সাপাহারে চাষিদের মধ্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, সরকারি গুদামে ধান সরবরাহে এখন আর দালাল ফরিয়াদি করার দরকার নেই। ধান কিনার জন্য আমরা অ্যাপস বের করেছি। পরীক্ষামূলকভাবে দেশের ১৬টি উপজেলায় এবারই প্রথম এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এটি সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে। তিনি বলেন, অনলাইনে আবেদন করে অ্যাপসের মাধ্যমে চাষিরা ঝামেলাহীনভাবে সরকারি গুদামে ধান সরবরাহ করতে পারবেন। তবে স্লিপ দালাল ও ফরিয়াদের কাছে কেউ ধান বিক্রি করবেন না। অনুষ্ঠানের এক পর্যায়ে স্থানীয় প্রান্তিক চাষিদের মাঝে শস্যবীজ ও সার বিতরণ করা হয়। এসময় প্রশাসনের স্থানীয় কর্মকর্তা ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App