×

সারাদেশ

রায়পুরে গণপিটুনিতে ডাকাত নিহত ১, আটক ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯, ০৯:৪৮ এএম

রায়পুরে গণপিটুনিতে ডাকাত নিহত ১, আটক ৫
লক্ষ্মীপুরে রায়পুরে ডাকাতির সময় আটকের পর গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। এসময় আহত অবস্থায় আরও ৫ ডাকাতকে পুলিশে শোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার(২১ নভেম্বর) গভীর রাতে উপজেলার বামনী ইউনিয়নের সাগরদী গ্রামে এঘটনা ঘটে । জানা যায়, সাইচা ও সাগরদী গ্রামের দুই প্রবাসী জাকির হোসেন ও শাহজান মনিরের ঘরে ঢুকে অস্ত্র ঠেকিয়ে স্বর্ণ অলংকার,মোবাইল ও নগদ অর্থসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যাওয়ার সময় স্থানীয় টের পেয়ে ডাকাতদের ঘেরাও করে ঘটনাস্থল থেকে দুটি এলজি ,ছয় রাউন্ড কার্তুজ এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ আহতদেরকে রায়পুর সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চাঁদপুর জেলার হাইমচরের বাসিন্দা সোহেল নামের এক ডাকাতকে মৃত ঘোষণা করে। পুলিশ পাহারায় চিকিৎসাধীন অন্যরা হলো , রায়পুরের চর পাতা গ্রামের মো. কাউসার (৪০), সদর উপজেলার শ্যামগঞ্জ গ্রামের মো.মমিন (৩৫), চর রুহিতা গ্রামের মো. সুমন ( ৩৬), চর রমনি গ্রামের মো.ইব্রাহিম (৪০) ও একই গ্রামের মো. সবুজ (২৫)। ডাতাতির খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক ছুটে যান এএসপি স্পিনা রাণী প্রমাণিক, ওসি মোহাম্মদ তোতা মিয়া, ওসি তদন্ত শিপন বড়ুয়াসহ অন্য পুলিশ সদস্যরা। জেলা পুলিশ সুপার ড. এইচ এম কামরুজ্জামান পিপিএম (সেবা) শুক্রবার রায়পুর থানায় এসে সংবাদ সম্মেলনে স্থানীয় জনতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, পুলিশ জনতা-জনতাই পুলিশ। সবার সম্মিলিত প্রচেষ্টায় সমাজের দুবৃত্তদেরকে প্রতিরোধ করে এাগিয়ে যাব আমরা। তিনি ক্ষতিগ্রস্থ প্রবাসীদের বাড়ি পরিদর্শন করেন। ধৃত ডাকাতদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App