×

জাতীয়

বিয়ের কথাবার্তা থমকে গেল পথেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯, ০৬:৩৩ পিএম

বিয়ের কথাবার্তা থমকে গেল পথেই

ছবি: শ্রীনগর প্রতিনিধি

মুন্সিগঞ্জের লৌহজংয়ের নাগেরহাট থেকে বিয়ের কথাবার্তা বলার জন্য মাইক্রোবাসে চড়ে সবাই যাচ্ছিলেন কামরাঙ্গীচরে। পথিমধ্যে নির্মম দুর্ঘটনায় প্রাণ হারাতে হলো একই পরিবারের চারজনসহ ১০ জনকে। থমকে গেল বিয়ের কথাবার্তা। আনন্দের যাত্রা পরিণত হয়েছে নির্মমতায়। শোক আর কান্নায় ভারী হয়ে উঠেছে গোটা এলাকা।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুর পৌনে দুটোর দিকে বরযাত্রীবাহী মাইক্রেবাসটি ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগরের ষোলঘর কালিমন্দির সংলগ্ন বাসস্ট্যান্ডের সামনে পৌঁছলে বেপরোয়া গতির যাত্রীবাহী ধাক্কা দেয় মাইক্রোবাসটিকে (ঢাকা মেট্রো চ-১৫ ৫৫৬৬)। মুহূর্তেই দুমড়ে মুচড়ে গিয়ে মাইক্রোবাসের ছয় যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।

আহতের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকায় পাঠানো হলে আরো ৪ জন মারা যান। নিহতদের মধ্যে আটজনের নাম জানা গেছে। এরা হলেন- নাগেরহাটের রশিদ বেপারী (৭০), লিজা (২৪), তাবাসসুম (৬), তাহসান (৫), রেনু (১০), কেরামত বেপারী (৭২), মফিজুল মোল্লা (৬০) এবং মাইক্রোবাসের চালক বিল্লাল (৪০)।

মুন্সীগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১০

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App