×

বিনোদন

বিজয়ের মাসে টয়া’র ‘সাইলেন্ট প্রপোজ’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯, ০৪:৫৮ পিএম

বিজয়ের মাসে টয়া’র ‘সাইলেন্ট প্রপোজ’
মুমতাহিনা চৌধুরী টয়া, এই প্রজন্মের নন্দিত অভিনেত্রী। আজ থেকে আট বছর আগে অভিনয়কে ভালোবেসে অভিনয়কেই পেশা হিসেবে নিয়ে মিডিয়াতে তার যাত্রা শুরু হয়। ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন তিনি। কিন্তু তারপরও নিজের অভিনয় নিয়ে নিজে সন্তুষ্ট নন তিনি। নিজের অভিনয়কে আরো একটু ঝালাই করে নিতে বিগত এক মাস টয়া ভারতের প্রখ্যাত অভিনেতা অনুপম খের’র অ্যাক্টিং স্কুল অনুপম খেরস অ্যাক্টও প্রিপেয়ার্স’এ অভিনয়ে প্রশিক্ষণ নিয়েছেন। আর সেখান থেকে নিজের অভিনয়কে আরো কিছুটা সমৃদ্ধ করে দেশে ফিরেই তিনি মিলাদ বড় ভূঁইয়ার রচনা ও পরিচালনায় ‘সাইলেন্ট প্রপোজ’ নাটকে অভিনয় করেছেন। এই নাটকে টয়া ইলা নামের একজন বাক প্রতিবন্ধীর চরিত্রে অভিনয় করেছেন। টয়ার ভাষ্যমতে মূলত তাকে ঘিরেই নাটকের গল্প আবর্তিত হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মুমতাহিনা চৌধুরী টয়া বলেন,‘ যেহেতু এই টিমটির সঙ্গে এর আগে আমার কাজ করা হয়নি, তাই আমাকে বুঝে শুনেই কাজ করতে হয়েছে। তবে নির্মাতা তার কাজের প্রতি ভীষণ আন্তরিক ছিলেন। যেহেতু তিনি নিজেই নাটকটির রচয়িতা তাই তার গল্প ভাবনাটা মাথায় নিয়েই তার নিজের মতো করেই নাটকটি ভালোভাবে নির্মাণের চেষ্টা করেছেন। একজন নির্মাতা সবসময়ই চেষ।টা করেন তার কাজটি যেন ভালো হয়, মিলাদ ভাইয়ের ক্ষেত্রেও ব্যতিক্রম দেখিনি। গল্পটাতে যেহেতু নতুনত্ব আছে, তাই আশা করা যায় নাটকটি দর্শকের ভালোলাগবে।’ আগামী বিজয়ের মাসে এটিএন বাংলায় নাটকটি প্রচার হবে বলে জানান টয়া। এদিকে অনুপম খের’র অ্যাক্টিং স্কুল থেকে ফেরার পর একটু বুঝে শুনেই কাজ করছেন টয়া। গতকাল শুক্রবার টায়া একটি রিয়েলিটি শো’তে শো স্টপার হিসেবে অংশ নেন। আজ তিনি আরেকটি স্টেজ শো’তে অংশ নিতে বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা হবেন। সেখান থেকে ফেরার পর তিনি নির্মাতা হাসিবের দুটি নাটকে টানা অভিনয় করবেন। এর পরপরই তিনি সিলেটে যাবেন একটি নতুন গানের মিউজিক ভিডিওতে অংশ নিতে। অভিনয়কে পেশা হিসেবে নিয়ে কোন ভুল করেছেন কী? এমন প্রশ্নের জবাবে টয়া বলেন,‘ সত্যি বলতে কী আমার বয়সী আমার বন্ধু বান্ধব যারা আছে , খুব কমই আমার মতো সফলতা লাভ করেছে। অল্প সময়ে আমি যে খ্যাতি পেয়েছি, সম্মান পেয়েছি তাতে আমি খুশী, আলহামদুলিল্লাহ। অভিনয়কে পেশা হিসেবে নিয়ে আমি সত্যিই বেশ ভালো আছি।’ টয়ার ভীষণ প্রিয় অভিনেত্রীদের মধ্য রয়েছেন সুবর্ণা মুস্তাফা, আফসানা মিমি, জয়া আহসান, নূসরাত ইমরোজ তিশা, জাকিয়া বারী মম। তাদের অভিনয় তিনি ভীষণ মনোযোগ দিয়ে উপভোগ করেন। একমাত্র প্রিয় অভিনেতা হুমায়ূন ফরীদি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App