×

জাতীয়

ফায়ার সার্ভিসের গাড়ির ধাক্কায় শ্রমিকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯, ০৬:১৫ পিএম

ফায়ার সার্ভিসের গাড়ির ধাক্কায় শ্রমিকের মৃত্যু

ছবি: ভোরের কাগজ

ভোলার তজুমদ্দিন উপজেলায় ফায়ার সার্ভিসের গাড়ির ধাক্কায় মো. জাকির হোসেন (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. শফিক (৩৫) নামে আরো এক শ্রমিক আহত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২২ নভেম্বর) সকালে উপজেলার মুচিবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ভোলা সদরের জামিরা লতা এলাকার আব্দুল লতিফের ছেলে। আহত শফিক একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির ও শফিক তজুমদ্দিন উপজেলার একটি নির্মাণ কাজে শ্রমিক হিসেবে কাজ করার জন্য ভোলা থেকে সকালে রওনা হন। তারা মোটরসাইকেল যোগে তজুমদ্দিন উপজেলার মুচিবাড়ি এলাকার কাছে আসলে বিপরীত দিক থেকে আসা ফায়ার সার্ভিসের গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জাকির হোসেনের মৃত্যু হয়। আহত অবস্থায় শফিককে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

তজুমদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App