×

জাতীয়

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আওয়ামী অর্থনীতির প্রতিফলন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯, ০২:২৭ পিএম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আওয়ামী অর্থনীতির প্রতিফলন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি ব্যবসায়ী গোষ্ঠী সব সুযোগ সুবিধা নিচ্ছে তারা হচ্ছে আওয়ামী ব্যবসায়ী গোষ্ঠী এছাড়া বাংলাদেশে কোন মুক্ত বাজার অর্থনীতি চলছে না। একটি মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে বাংলাদেশ আওয়ামী অর্থনীতিতে পরিণত হয়েছে। এছাড়া পেঁয়াজ এবং লবন এর মূল্য ঊর্ধ্বগতি সেটা হচ্ছে আওয়ামী অর্থনীতির প্রতিফলন। শুক্রবার(২২ নভেম্বর) জাতীয় দল আয়োজিত বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫ তম দিন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খসরু বলেন, বাংলাদেশের জনগণের নিত্য প্রয়োজনীয় ক্রয় ক্ষমতা ইতিমধ্যে কমে গেছে। আজ থেকে ১০ বছর আগে বাংলাদেশের মানুষের যেই প্রকৃত আয় ছিল সেটা কমে গেছে। তার ওপরে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি সেটা মানুষের প্রকৃত আয়কে আরও কমিয়ে দিয়েছে। মানুষ ভয়ে কথা বলতে পারছে না, প্রতিবাদ করতে পারছে না, সংবাদপত্র লিখতে পারছে না, গণমাধ্যম দেখাতে পারছে না। একটা ভয়-ভীতির পরিবেশ সৃষ্টি করে তারা দেশটাকে নিয়ন্ত্রণ করছে। খসরু আরও বলেন, অন্যায় ভাবে মিথ্যে মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে আটকে রাখা হয়েছে। অন্যায় ভাবে ২৬ লক্ষ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। অন্যায় ভায়ে গুম হচ্ছে, খুন হচ্ছে। পুলিশের কাজ করিতে মৃত্যুবরণ করছে যে দেশেই অন্যায় ভাবে প্রতিনিয়ত এই কাজগুলো চলছে সেই দেশে এগুলো কি ভাবে নিয়ন্ত্রণ করবে। বাংলাদেশের নাগরিকের নিরাপত্তা দেয়ার কথা সেটা তারা দিতে পারছেনা কিন্তু তারা দ্রব্যমূল্য কিভাবে নিয়ন্ত্রণ করবে।যেখানে বছরের-পর-বছর ক্যাসিনো ব্যবসা চলছে তার কোনো নিয়ন্ত্রণ নাই। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ নাই। কোন আইনের শাসন নেই যেখানে বিচারব্যবস্থা কোন কাজ করছে না। আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী,যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি,শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম,নির্বাহী কমিটির সদস্য এ এন এম রহমাতুল্লাহ, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু,তাঁতী দলের যুগ্ম-আহ্বায়ক ড.কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ বক্তব্য দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App