×

বিনোদন

‘তোমারি নাম সকল তারার মাঝে’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯, ০৯:১৯ পিএম

‘তোমারি নাম সকল তারার মাঝে’

অগ্রহায়ণের কোমল সন্ধ্যাটি রবীন্দ্রসংগীতের সুরে সুরভী ঢেলে মুগ্ধতায় ভরিয়ে দিলেন শিল্পী আঁখি হালদার। সঙ্গে ছিলেন বাচিকশিল্পী সামিউল ইসলাম পোলক। আবৃত্তি আর গানের মেলবন্ধনে তৈরী হলো অন্যরকম অনুরণন। আঁখির সুরবৈচিত্র্য আর তানালাপে কেমন মূর্ত হয়ে ওঠে পুরো পরিবেশ।

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার অনুষ্ঠিত হলো ‘তোমারি নাম সকল তারার মাঝে’ শীর্ষক ওই রবীন্দ্র সঙ্গীতানুষ্ঠানটি।

রেজওয়ানা চৌধুরী বন্যা এবং পীযুষ বড়ুয়ার ছাত্রী আঁখি হালদার বাংলাদেশ টেলিভেশনের তালিকাভুক্ত শিল্পী। তিনি দেশে-বিদেশে অসংখ্য জায়গায় সঙ্গীত পরিবেশন করেছেন। তিনি বর্তমানে ঢাকার সুরের ধারা নামক একটি সঙ্গীত স্কুলে শিক্ষকতা করছেন।

বাচিকশিল্পী সামিউল ইসলাম পোলক শিশু বয়সেই আবৃত্তির জগতে পরিচিত হন। বিটিভির নিয়মিত শিল্পী পোলক ছোট বয়সেই জাতীয় শিক্ষা সপ্তাহে স্বর্ণপদক লাভ করেন। তার অনন্য কাব্য উপস্থাপনা তাকে দেশে এবং দেশের বাইরে জনপ্রিয় করে তুলেছে। তার প্রথম একক আবৃত্তি এলবাম ‘ইতি রবীন্দ্রনাথ’ প্রকাশিত হয়েছিল ভারতের বিখ্যাত সংগীত সংস্থা হিন্দুস্তান রেকর্ডস হতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App