×

আন্তর্জাতিক

টাকার বৃষ্টি কলকাতার আকাশে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯, ১১:১৯ এএম

টাকার বৃষ্টি কলকাতার আকাশে
দৃশ্যটি হুবহু হলিউড কিংবা বলিউডের কোনো চলচ্চিত্রের মতোই। বহুতল ভবন থেকে বৃষ্টির মতো ঝরে পড়ছে টাকার নোট, আর নিচে রাস্তায় তা কুড়িয়ে নিতে মানুষের হুড়োহুড়ি। ঘটনাটি গত বুধবার ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়। তবে সামান্য পার্থক্য রয়েছে। চলচ্চিত্রে সাধারণত নায়ক বা ভিলেনের কোনো স্যুটকেস বা ব্যাগ থেকে টাকা ছড়িয়ে পড়ে আর কলকাতায় তা ফেলে দেয়া হলো অফিস থেকে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার বিকেল ৩টার দিকে কলকাতার ব্যস্ততম বেন্টিঙ্ক স্ট্রিটের একটি ভবনে অভিযান চালান আয়কর কর্মকর্তারা। তারপরই ঘটে এ ঘটনা। স্থানীয় বাসিন্দা আজমল খান বলেন, বিকেল ৩টার দিকে ঘটনাটি শুনি আমি। নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। আমার অফিস কাছেই ছিল, তাই দৌড়ে সেখানে যাই। গিয়ে দেখি দুই হাজার ও ৫০০ টাকার নোট আকাশ থেকে উড়তে উড়তে নেমে আসছে। ভবনটি স্থানীয় আয়কর কার্যালয়ের কাছেই। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, টাকা পড়তে দেখে অনেকেই তা ধরতে ব্যস্ত হয়ে পড়েন। কেউ কেউ এর ভিডিও ধারণ করেন। একজন জানান, ভবনটির ছয়তলা থেকে কেউ টাকার নোটগুলো ফেলছিল। বাতাস নোটগুলোকে উড়িয়ে রাস্তার দিকে নিয়ে আসে। অনেক নোট ভবনের আঙিনায় পড়ে। কিন্তু কেউ সেগুলো সংগ্রহ করতে যায়নি। স্থানীয় পুলিশের মতে, ছড়িয়ে পড়া প্রায় ৩ লাখ ৭৪ হাজার রুপি ওই এলাকা থেকে উদ্ধার করেন তারা। আয়কর কর্মকর্তারা এম কে পয়েন্ট ভবনে দুপুর আড়াইটার দিকে পৌঁছায়। তারা পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যেই ভবনটির ছয়তলার একটি জানালা থেকে টাকার বান্ডিল নিচে ছুঁড়ে ফেলা হয়। ঘটনা কি ঘটছে তা বুঝতে পথচারীদের কিছুটা সময় লেগে যায়। মুহূর্তের মধ্যে ভবনটি ঘিরে জড়ো হতে শুরু করেন মানুষ। তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি আয়কর কর্মকর্তারা। একটি সূত্র জানায়, সিবিআই এই অভিযান চালিয়েছে। জানালা দিয়ে যে নোট ফেলা হয়েছে সেগুলো জাল না আসল তা আমরা নিশ্চিত নই। এ অবস্থায় এর বেশি কিছুই বলা যাচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App