×

সারাদেশ

কৃষকের জমির ধান মহিলা মেম্বারের ঘরে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯, ০৪:২০ পিএম

কৃষকের জমির ধান মহিলা মেম্বারের ঘরে
নাটোরের গুরুদাসপুরে কৃষকের জমির ধান কেটে সেই জমিতেই আবার জোরকরে রসূন লাগানোর অভিযোগ উঠেছে চাপিলা ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য রাহিমা বেগমের বিরুদ্ধে। উপজেলার চাপিলা ইউনিয়নের বৃ-পাথুরিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে+। ভুক্তভুগি কৃষক মোঃ খলিল শেখ জানায়, খামারপাথূরিয়া মৌজায় অবস্থিত ১৫ কাঠা জমি যার হাল নং-৪২ বিগত ৩০ বছর ধরে সে ভোগ দখল করে আসছিলো। কিন্তু গত এক বছর ধরে জোরকরে তার জমি দখল করে চাষাবাদ শুরু করে মহিলা মেম্বারের শশুর মোঃ ফালু শেখ। উচ্চ আদালতে মামলা চলমান থাকার পরেও মহিলা মেম্বারের নির্দেশে বিবাদী মোঃ ফালু শেখ ও তার সহযোগীরা জোরকরে আমাদের জমি দখল করেছে। প্রতিবাদ করতে গেলে আমাদেরকে তারা প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় মোঃ ফালু শেখসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলা এখনও চলমান রয়েছে। অভিযুক্ত মহিলা ইউপি সদস্য রাহিমা বেগম বলেন, এই জমির প্রকৃত মালিক আমার শশুর মোঃ ফালু শেখ। বিগত ৩০ বছর যাবৎ প্রতিপক্ষরা আমার শশুরের জমি জোরকরে দখল করে চাষাবাদ করেছে। গত এক বছর যাবৎ এই জমিতে আমরা চাষাবাদ শুরু করেছি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করার জন্য সহকারী কমিশনার (ভূমি) কে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App