×

সারাদেশ

কুমার নদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯, ০১:২৮ পিএম

কুমার নদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
মাদারীপুরের রাজৈরে কুমার নদে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে অবশেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে দেয়া, দেড় কিলোমিটার পাইপ কেটে ধ্বংসসহ দুই বালু ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বৃহষ্পতিবার(২২ নভেম্বর) সন্ধ্যায় জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের নীলাম্বরদী এলাকায় কুমার নদে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অবৈধ ভাবে বালু উত্তোলনের খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও রাজৈর উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন কুমার নদে অভিযান চালান। এ সময় কবিরাজপুর ইউনিয়নের নীলাম্বরদী এলাকায় চঞ্চল সিকদারের ড্রেজার মেশিন দেখতে পেয়ে সাথে সাথে আগুন দিয়ে পুড়িয়ে দেয় হয়। একই সাথে ড্রেজারের প্রায় দেড় কিলোমিটার পাইপ কেটে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া হয়। পরে একই ইউনিয়নের বিশ্বম্বরদী এলকায় অভিযানে গেলে চিন্ময় সরকার নামের একজন ড্রেজার রেখে পালিয়ে গেলে তার ম্যানেজার সামশুদ্দিনকে ৫০ হাজার ও অপর ড্রেজার মালিক পারভেজ ৫০ হাজার টাকা জরিমানা করেন। স্থানীয় পর্যায় খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন যাবত একটি বালু খেকো সিন্ডিকেট কারো তোয়াক্কা না করে অবৈধভাবে কুমার নদ থেকে বালু উত্তোলন করে আসলেও এরা বরাবরই রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। বিষয়টি বার বার প্রশাসনকে অবহিত করার পরও কাজের কাজ কিছুই হয়নি বরং বালু দস্যুরা বেপরোয়া ভাবে তাদের বালু উত্তোলনের কাজ চালিয়ে আসছিল। যে কারনে ভাঙ্গনের কবলে পড়ে নদের পাড়ের বহু মানুষ তাদের ঘরবাড়ি, গাছপালা ,জায়গা জমি হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় নদের পাড়ের রাস্তা ঘাট। হুমকির মুখে পড়ে সাখারপাড় এলাকায় কুমার নদের ওপর প্রায় সাড়ে ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রীজ। কুমার নদে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে এলাকাবাসী বার বার বিক্ষোভ, মানববন্ধন, স্মারকলীপি পেস সহ নানা কর্মসূচি পালন করলেও অজ্ঞাত কারনে প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। ফলে বালু খেকোরা আরও অপ্রতিরোধ্য হয়ে ওঠে। অবশেষে স্থানীয় মুক্তিযোদ্ধাদের লিখিত অভিযোগ ও গণমাধ্যম এবং স্যোসাল মিডিয়ায় খবরটি প্রকাশ হলে রাজৈর উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ পদক্ষেপ গ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App