×

খেলা

উৎসবমুখর ইডেনে ইতিহাস গড়ার লড়াই আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯, ১০:১৭ এএম

উৎসবমুখর ইডেনে ইতিহাস গড়ার লড়াই আজ
উনিশ বছর আগে ২০০২ সালে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ ছিল ভারত। উনিশ বছর পর টাইগাররা তাদের প্রথম ডে-নাইট টেস্ট ম্যাচ খেলতে নামছে আজ। প্রতিপক্ষ সেই ভারত। কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি। প্রথমদিনের খেলা শেষ হবে রাত ৮টায়। বাংলাদেশের জন্য এটি হবে টেস্ট চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ম্যাচ। অন্যদিকে ভারত তাদের ষষ্ঠ টেস্ট চ্যাম্পিয়নশিপ ম্যাচে খেলতে নামবে। আইসিসির টেস্ট খেলুড়ে বারো দলের মধ্যে এ পর্যন্ত আটটি দল (অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ) গোলাপি বলের ডে-নাইট টেস্ট ম্যাচ খেলেছে। নবম ও দশম দল হিসেবে বাংলাদেশ ও ভারত ডে-নাইট টেস্টে নিজেদের নাম লেখাতে যাচ্ছে। গোলাপি বলে এ পর্যন্ত এগারোটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে পাঁচটি ম্যাচে অংশ নিয়ে সব কয়টিতে জিতেছে অস্ট্রেলিয়া। ঐতিহাসিক টেস্ট ম্যাচকে স্মরণীয় করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে কলকাতায় পৌঁছাবেন। বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ শুরুর আগে ইডেন গার্ডেনের ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আধুনিক সাজে সাজানো ইনডোর স্টেডিয়ামটিতে রয়েছে বিশ্বের উন্নতমানের সব সুযোগ সুবিধা। ম্যাচটিতে টসের আগে থাকছে বিশেষ আকর্ষণ। টস শুরুর আগে ভারতীয় সেনাবাহিনীর প্যারাট্রুপাররা প্যারাস্যুটে করে মাঠে নামবেন। ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে ইডেনের বিখ্যাত ঘণ্টা বাজিয়ে ম্যাচটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রথম দিনের খেলার শেষে শুরু হবে সঙ্গীতানুষ্ঠান। সেখানে বাংলাদেশ থেকে গান গাইবেন রুনা লায়লা। জানা গেছে তিনি তিনটি গান গাইবেন। যেখানে দুটো থাকবে বাংলা গান আর একটি থাকবে হিন্দি। রুনা লায়লা ছাড়াও আরো গান পরিবেশন করবেন ভারতের বিখ্যাত সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল ও জিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গীতানুষ্ঠান শেষে হবে সংবর্ধনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হবে ২০০০ সালে বাংলাদেশের প্রথম টেস্ট দল ও ওই ম্যাচে ভারতের টেস্ট দলের খেলোয়াড়দের। অনুষ্ঠানটিতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকারসহ ভারতের অন্য ক্রীড়াবিদরা। সুজন মুখার্জি, এক সময় ক্রিকেটার ছিলেন। খেলে গেছেন বাংলাদেশেও। বর্তমানে তিনি ইডেন গার্ডেনের প্রধান কিউরেটর। বাংলাদেশের সংবাদকর্মী পরিচয় পেয়ে হাসলেন। জানালেন অনেক খেলেছেন ক্রিকেট, খেলেছেন ঢাকায়। আছে পাঁচ উইকেট পাওয়ার কৃতিত্বও। তবে তার কাছে সবচেয়ে বড় বিষয় জানার ছিল কেমন আচরণ করবে ইডেনের উইকেট! ক্রিকেট বোদ্ধারা বলছেন, তিন দিনেই শেষ হতে পারে এই টেস্ট। কিন্তু কথা শুনে একটু চটেই গেলেন তিনি। বললেন, জানিনা, কোন ক্রিকেট জ্ঞানিরা এমন কথা বলেন। এখানের উইকেট কি তো আমি জানি। আমি বলব, স্পোর্টিং উইকেট হবে। দুই দলের বলতে বিরাট ও মুমিনুলদের সমান সুযোগ থাকবে। বাংলাদেশের বিপক্ষে আজকের ম্যাচটিতে ভারত খেলতে নামবে শতভাগ আত্মবিশ্বাস নিয়ে। কারণ টেস্ট চ্যাম্পয়নশিপে এ পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে পাঁচটিতেই জয় তুলে নিয়েছে তারা। আরেকটি অতীত রেকর্ডের কারণে নির্ভার থাকতে পারে ভারত। কারণ ২০১২ সালের পর ঘরের মাঠে এগারোটি টেস্ট সিরিজ খেলে একটিতেও হারেনি তারা। টেস্ট ব্যাটসম্যানদের প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ের সেরা পাঁচজনের তিনজনই (বিরাট কোহলি, চেতশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে) রয়েছেন বর্তমান স্কোয়াডে। তা ছাড়া বোলিংয়েও সেরা ১০ জনের মধ্যে তিনজন রয়েছেন। অন্যদিকে বাংলাদেশ খেলতে নামবে টানা চার টেস্ট ম্যাচে হার ও ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বড় রানের ব্যবধানে হারার ক্ষত নিয়ে। সর্বশেষ ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোন টেস্ট ম্যাচ জিতেছিল মুশফিক-মাহমুদউল্লাহরা। তবে প্রথম ম্যাচের সুখস্মৃতি নিয়ে মাঠে নামতে পারবে বাংলাদেশ। সেটি হলো আবু জায়েদ রাহীর চার উইকেট শিকার। প্রথম ম্যাচে বাজে পারফরমেন্স করার কারণে দ্বিতীয় ম্যাচে বাদ পড়ার সম্ভাবনা ছিল ইমরুল কায়েসের। তার বদলে খেলার কথা ছিল সাইফ হাসানের। কিন্তু তিনি আঙুলে ব্যথা পাওয়ায় আপাতত ইমরুলই দলে থাকছেন। এদিকে ম্যাচে নামার আগে বাংলাদেশকে ঘুরিয়ে ফিরিয়ে যেন হুমকিই দিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। গতকাল তিনি জানান, ভারতের দল এখন যে অবস্থানে আছে তার চেয়েও আরো ভালো জায়গায় যেতে চান তারা। কোহলি বলেন, আমাদের লক্ষ্য হলো ভারতের ক্রিকেটকে আরো উঁচুতে নিয়ে যাওয়া। আমরা এই লক্ষ্যকে বাস্তবে রূপ দেয়ার জন্য নিজেদের সেরাটা দিয়ে যাব। গোলাপি বল নিয়ে তিনি বলেন, গোলাপি বলের টেস্ট ভারতের ক্রিকেট ইতিহাসের জন্য একটি ল্যান্ডমার্ক হয়ে থাকবে। অন্যদিকে টাইগারদের হয়ে কথা বলেন অধিনায়ক মুমিনুল হক। তিনি বলেন, বাংলাদেশের জন্য এই টেস্টটি হবে কঠিন পরীক্ষা। আর এটি গোলাপি বলের ম্যাচ হওয়ায় সেটি আরো কঠিন হবে। তবে সব বাধা পেরিয়ে ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। দিবা রাত্রির টেস্ট ঘিরে জমকালো আয়োজন করেছে ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। সকালে ইডেন গার্ডেনের অস্থায়ী মঞ্চে নিমন্ত্রিত অতিথিদের সংবর্ধনা দেয়া হবে। সংবর্ধনা অনুষ্ঠানে থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অভিষেক টেস্ট স্কোয়াডের সদস্যরা। ভারতের সাবেক অধিনায়কদেরও সংবর্ধনা দেয়া হবে। এ ছাড়া থাকবেন বিশিষ্ট কিছু ক্রীড়াবিদও। ভারতের সাবেক অধিনায়কদের ধারাভাষ্য দেয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। সুনীল গাভাস্কার তো থাকবেনই। ইডেনের দিবারাত্রির টেস্টের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বাংলাদেশের দর্শকেও কলকাতা ভরে উঠছে তা বলার অপেক্ষা রাখে না। কলকাতা টেস্টের প্রথম চার দিনের টিকেট বিক্রি হয়ে গেছে। ওই টিকেটের একটা বড় অংশ নিঃসন্দেহে ঢুকেছে বাংলাদেশের দর্শকদের পকেটে। এই টেস্টে স্বাগতিক তাই শুধু ভারত নয়, যেন বাংলাদেশও। কিংবা সব ছাড়িয়ে বাংলাদেশ-ভারতের এই টেস্টের আয়োজনে ‘বাঙলা’। আগামী তিন-চার দিনের জন্য পশ্চিমবঙ্গের রাজধানী তাই হয়ে উঠবে ‘মিনি ঢাকা’। দর্শক গ্যালারিতে দেখা যাবে জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বিসিবির বর্তমান কর্মকর্তাদেরও। থাকবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, বিসিবি পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি এবং ক্লাব সংগঠকরা। ভারতীয়দের মতো এই ম্যাচের টিকেটের জন্য মরিয়া হয়ে উঠেছেন বাংলাদেশের দর্শকরাও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App