×

আন্তর্জাতিক

সিরিয়ায় আশ্রয় কেন্দ্রে রকেট হামলা, নিহত ২২

Icon

nakib

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯, ০৪:১৮ পিএম

সিরিয়ায় আশ্রয় কেন্দ্রে রকেট হামলা, নিহত ২২

সিরিয়ার ইলদিব শহরে সরকারি বাহিনীর আলাদা ২টি রকেট হামলায় অন্তত ২২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা। রাশিয়া সমর্থিত সরকারী বাহিনী বিদ্রোহীদের হটাতে বিমান ও রকেট থেকে এ  বোমা হামলা চালায়।

ওয়াহ গ্রামে ভূমি থেকে ভূমিতে নিক্ষিপ্ত এ রকটে হামলায় ১৬ জন নিহত হয় যাদের মধ্যে ১০ জন শিশু ও ৩ জন নারী ছিল বলে জানায় স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেট সদস্যরা। হাসপাতাল থেকে মাত্র ২৫ মিটার দূরে বিকট শব্দে আঘাত হানা বোমায় ৪ জন চিকিৎসক আহত হোন। এ নিয়ে ২০১৯ সালে এই এলাকায় ৪৭টি হাসপাতালে ৬৫ বারের মতো হামলা হয়েছে বলে জানায় সিরিয়ান আমেরিকান মেডিকেল সোসাইটি।

উল্লেখ্য, রাশিয়ার বিরুদ্ধে সিরিয়ায় আক্রমনের পর থেকেই বিভিন্ন হাসপাতালে হামলার অভিযোগ উঠতে থাকে। বছরের শুরুতে জাতিসংঘ কর্মকর্তারা রাশিয়াকে অভিযুক্ত করে বলেন যে, বিভিন্ন স্কুলে ও হসপিটালে হামলা চালিয়ে বেসামরিক নাগরিকদের জঙ্গিবাদে সম্পৃক্ত করার অপকৌশল বেছে নিয়েছে রাশিয়ানরা।

নকিব/

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App