×

সারাদেশ

সিংগাইরে ১ হাজার কৃষক পেল সার ও বীজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯, ০২:১৫ পিএম

সিংগাইরে ১ হাজার কৃষক পেল সার ও বীজ
মানিকগঞ্জের সিংগাইরে ১ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এসময় প্রত্যেক কৃষককে ১ কেজি করে সরিষা বীজ ও ৩০ কেজি সার দেয়া হয়। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলা মিলনায়তনে এ সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রাহেলা রহমত উল্লাহ’র সভাপতিত্বে ও উপসহকারি কৃষি কর্মকর্তা কাজী মিনহাজুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ কন্ঠশিল্পী মমতাজ বেগম। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম বলেন, শেখ হাসিনার সরকার কৃষক ও সাধারন মানুষের সরকার। এ দেশের সব সেক্টরে এ সরকারের সু-নজর রয়েছে। কৃষির পাশাপাশি গার্মেন্টস শ্রমিক ও প্রবাসীদের জন্য বর্তমান সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। তিনি আরো বলেন, যে সব কৃষকদের জায়গা আছে কিন্তু ঘর নেই তাদের তালিকা করে সরকারি ব্যয়ে ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। সেই সাথে কোনো দুর্নীতিবাজদেরও ছাড় দিচ্ছেন না সরকার। নিজের দলের হলেও তাদের আইনের আওতায় আনা হচ্ছে। এখন বিশ্ববাসী বাংলাদেশকে আর তলাবিহীন ঝুড়ি বলতে পারেন না। তাই তিনি সকলকে আগামী দিনেও শেখ হাসিনা সরকারের পাশে থাকার আহবান জানান। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা দেন উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল আলম উজ্জল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ টিপু সুলতান স্বপন, ইউপি চেয়ারম্যান মোঃ মুসলেম উদ্দিন চোকদার, মোঃ শওকত হোসেন বাদল, আব্দুল হালিম রাজু ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শহিদুর রহমান শহিদ প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App