×

আন্তর্জাতিক

ভেনিসে গত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ বন্যার রেকর্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯, ০১:১৫ পিএম

ভেনিসে গত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ বন্যার রেকর্ড
ভেনিসে গত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ বন্যার রেকর্ড
ভেনিসে গত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ বন্যার রেকর্ড
ভেনিসে গত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ বন্যার রেকর্ড
ভেনিসে গত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ বন্যার রেকর্ড
ভেনিসে গত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ বন্যার রেকর্ড
ভেনিসে গত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ বন্যার রেকর্ড
ভেনিসে গত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ বন্যার রেকর্ড
ভেনিসে গত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ বন্যার রেকর্ড হয়েছে। জোয়ার পর্যবেক্ষণ কেন্দ্রের সূত্রে জানা যায় ভেনিসের বন্যার পরিমাণ ১.৮৭ মিটার (৬ ফুট) এ পৌঁছেছে। ১৯৩৩ সালে সরকারী রেকর্ড শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ জোয়ার ছিল ১৯৬৬ সালে ১.৯৪ মিটার। শহরের অন্যতম নিচু অঞ্চল - সেন্ট মার্কস স্কয়ার সবচেয়ে ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলির মধ্যে একটি। গির্জার রেকর্ড অনুসারে, সেন্ট মার্কের বেসিলিকা গত ১২০০ বছরে ষষ্ঠবারের জন্য প্লাবিত হয়েছে। সেন্ট মার্কস কাউন্সিলের সদস্য পিয়েরপাওলো ক্যাম্পোস্ট্রিনি বলেছেন, এর মধ্যে চারটি বন্যা গত ২০ বছরের মধ্যে হয়েছে। গির্জার কিছু অংশ পুরোপুরি প্লাবিত হয়ে আছে। বিখ্যাত ল্যান্ডমার্কটির মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে এবং বেসিলিকার কলামগুলিতে কাঠামোগত ক্ষতির আশঙ্কা রয়েছে। ভেনিস শহরটি ইতালির উত্তর-পূর্ব উপকূলে একটি দীঘির ভিতরে প্রায় ১০০টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত। এই বিশাল ক্ষতি ও ভিনিশিয়ান উপকূলকে বিধ্বংসী বন্যায় ভুগতে রোধে সহায়তা করার প্রকল্প হাতে নিয়েছে সরকার। তিনটি ওয়াটার বাস ডুবে গেছে, তবে পর্যটকরা সেখানের দর্শনীয় স্থানগুলোতে যথাসম্ভব পর্যবেক্ষন করছেন। বুধবার (২০ নভেম্বর) বেশ কয়েকটি নৌকা আটকা পড়ে থাকতে দেখা গেছে। এর আগে ২০১৩ সালে তথাকথিত মোস প্রকল্প প্রথমবারের জন্য সফলভাবে পরীক্ষা করা হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে ক্রমবর্ধমান সমুদ্রপৃষ্ঠ এবং শীতকালীন ঝড়ের কবল থেকে অঞ্চলটি রক্ষা করতে সমুদ্র উপকূলে এক বিশাল বড় বাধ তৈরি করা হয়।   ছবি: বিবিসি থেকে সংগৃহীত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App