×

সারাদেশ

বিরলে প্রদর্শনী পুকুরের মাঠ দিবস অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯, ০৩:২৬ পিএম

বিরলে প্রদর্শনী পুকুরের মাঠ দিবস অনুষ্ঠিত
বিরলে প্রদর্শনী পুকুরের মাঠ দিবস অনুষ্ঠিত
বিরলে প্রদর্শনী পুকুরের মাঠ দিবস অনুষ্ঠিত
বিরলে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম, ফেজ-২, প্রজেক্ট (এনএটিপি-২) মৎস্য অধিদপ্তর অংগ এর আওতায় প্রদর্শনী পুকুরের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে পাঙ্গাস- কার্প মিশ্র মাছের প্রযুক্তি প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহষ্পতিবার(২১ নভেম্বর) দুপুরে মোতাপুকুর মিশ্র তেলাপিয়া সিআইজি মৎস্য সমবায় সমিতি লিঃ এর বিরল পৌরশহরস্থ ঢেলপীর নামক পুকুর পাড়ে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ রেজাউল করিম। উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ পূরবী রাণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান লিজা, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, এনএটিপি-২ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক ড. রাজু আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাবের মোঃ সোয়াইব, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুবার রহমান প্রমূখ। প্রধান অতিথি জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ রেজাউল করিম বলেন, ২ বছর মৎস্য বিভাগের পরামর্শ অনুযায়ী একজন মৎস্য চাষী মাছ চাষ করে লাভবান হয়েছেন। কিন্তু ২ বছর পর নিজে নিজেই প্রযুক্তি প্রয়োগ করতে গিয়ে ক্ষতিগ্রস্থ্য হয়েছেন। তাই একটু ধৈর্য্য ধরে মৎস্য বিভাগের পরামর্শ অনুযায়ী মাছ চাষ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে এনএটিপি-২ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক ড. রাজু আহমেদ বলেন, ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন দেশের রপ্তানী আয়ের দ্বিতীয় বৃহত্তম উৎস হবে মাছ চাষ। সত্যি সত্যিই আমরা আজ মাছ চাষে এগিয়ে রয়েছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App