×

সারাদেশ

বানারীপাড়ায় ভোটের মাধ্যমে আ.লীগের কমিটি করার দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯, ০৩:১৫ পিএম

বানারীপাড়ায় ভোটের মাধ্যমে আ.লীগের কমিটি করার দাবি
বানারীপাড়ায় কাউন্সিলরদের গোপন ব্যালটে ভোটের মাধ্যমে সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়ন থেকে মিছিলটি শুরু হয়ে প্রথমে বানারীপাড়া উপজেলা পরিষদের সামনে থেকে মিছিল শুরু করে হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন ও সমাবেশ করে। এ সময় সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি প্রার্থী আ. ছালাম এবং সাধারণ সম্পাদক প্রার্থী সালাউদ্দিন সোহাগ,মনিরুল ইসলাম,দুলাল হোসেন ও জাহাঙ্গির হোসেন সরদারসহ শতাধিক কাউন্সিলর এবং কয়েকশ’ নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। প্রসঙ্গত ১৯ নভেম্বর বিকেলে শুরু হওয়া সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে ৮ জন সভাপতি ও ৮ জন সাধারণ সম্পাদক প্রার্থীদের নিয়ে আওয়ামী লীগের সিনিয়রনেতারা গভীর রাত পর্যন্ত সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হবার পরে তারা বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় কাউন্সিলরদের গোপন ব্যালট ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। নির্ধারিত দিন বৃহস্পতিবার সকাল ১০টায় ভোট গ্রহণের জন্য নির্ধাারিত স্থান সলিয়াবাকপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাসহ নেতারা উপস্থিত না হওয়ায় দীর্ঘক্ষন অপেক্ষা শেষে প্রার্থী ও কাউন্সিলররা সলিয়াবাকপুর ইউনিয়নের আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App