×

জাতীয়

পাইকগাছায় ঘের ব্যবসায়ী খুন, আটক ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯, ০১:৪৭ পিএম

পাইকগাছায় ঘের ব্যবসায়ী খুন, আটক ৩
খুলনার পাইকগাছার চাঁদখালীতে আধিপত্য বিস্তরকে কেন্দ্র করে ও ঘের সংক্রান্ত বিরোধের জেরে এক ঘের ব্যবসায়ী খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোঃ আসাদুজ্জামান ও ওসি মোঃ এমদাদুল হক শেখ বুধবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার (২০ নভেম্বর) রাত ৮ টার দিকে খুলনার পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের পুর্ব চর গজালিয়া গ্রামের মৃত মোহর আলী গাজীর ছেলে ঘের ব্যবসায়ী সালাম গাজী (৫৫) রাতের খাবার খেয়ে বাড়ির পাশে তার নিজ ঘেরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিছু সময় পর রাত ৯ টার দিকে স্থানীয়রা সালামের ঘেরের পাশে রাস্তার উপর তার মৃত দেহ দেখতে পায়। সালামের মাথায় একাধিক কোপের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। থানার ওসি মোঃ এমদাদুল হক শেখ জানিয়েছেন, এলাকায় আধিপত্য বিস্তরকে কেন্দ্র করে এবং ঘের সংক্রান্ত বিরোধের জেরে সম্ভবত তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একই এলাকার মৃত খান জাহান আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫) ও মৃত বেলায়েত হোসেনের ছেলে আফসার আলী (৬০) ও কপিলমুনির নোয়াকাটি গ্রামের নূরুল ইসলামের ছেলে আব্দুর রহমান (৪৫) কে আটক করেছে। আটক তিনজনসহ ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০/১২ জনের নামে নিহতের ছেলে সেলিম হোসেন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছে। এদিকে থানা পুলিশ লাশ উদ্ধার করে গতকাল বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App