×

আন্তর্জাতিক

দ্রুত উজাড় হচ্ছে আমাজনের বন

Icon

nakib

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯, ০৫:২০ পিএম

দ্রুত উজাড় হচ্ছে আমাজনের বন

 ২০০৮ সালের পর সবচেয়ে দ্রুতগতিতে  আমাজনের বনাঞ্চল কাটা হচ্ছে বলে জানিয়েছে ব্রাজিলের স্পেস এজেন্সির এক রিপোর্ট । ১২ মাসে রেইনফরেস্ট অঞ্চলে বন নিধনের হার বৃদ্ধি পেয়েছে প্রায় ২৯.৫ শতাংশ।

২০১৮ সালের আগস্ট থেকে ২০১৯ সালের জুলাই পর্যন্ত এ অঞ্চলের প্রায় ৯,৭৬২ স্কয়ার কিলোমিটার বনাঞ্চল উদাও হয়ে গেছে। বিজ্ঞানীরা বলছেন গত জানুয়ারিতে ব্রাজিলের উগ্রডানপন্থি প্রেসিডেন্ট বুলসোনারু ক্ষমতা গ্রহণের পর পৃথিবীর ফুঁসফুঁস খ্যাত আমাজনের বন উজার করার গতি আশংকাজনক হারে বেড়ে গেছে। তবে গত জুলাইয়ে এমন একটি রিপোর্টকে নাকচ করে দেন বুলসোনারু।

পৃথিবীর সবচেয়ে বড় রেইনফরেস্ট এলাকা হিসেবে আমাজনে কার্বনের সবচেয়ে বড় মজুদ রয়েছে যা জলবায়ু উষ্ণায়নরোধে ব্যাপক ভূমিকা রেখে থাকে। গত শতকে ব্রাজিলের সরকারগুলো কঠোর পদক্ষেপের মাধ্যমে বন উজাড়রোধে কাজ করতো । বর্তমান সরকার সে অবস্থান ধরে রাখতে পারেনি এবং বিশ্বব্যাপি বুলসোনারু ও তার মন্ত্রীদের ব্যাপক সমালোচনা হচ্ছে পরিবেশগত অপরাধের জন্য।

নকিব/

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App