×

জাতীয়

দুর্ঘটনা এড়াতে জেলাসড়কগুলো প্রশস্ত করার সুপারিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯, ০৪:২৯ পিএম

ঢাকা খুলনা মহাসড়কে সংযুক্ত বিভিন্ন জেলা-উপজেলাসড়কগুলো যথেষ্ট প্রশস্থ না হওয়ায় প্রায় দুর্ঘটনা ঘটে থাকে। এজন্য এই সড়কগুলো প্রশস্ত করার জন্য সড়ক ও জনপথ বিভাগকে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করতে সুপারিশ করেছে জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি।

জাতীয় সংসদ ভবনে কমিটির ৫ম বৈঠক আজ বৃহষ্পতিবার (২১ নভেম্বর) কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

কমিটি ‘নার্সিং বিষয়ে মেয়েদের জন্য ঢাকায় কমিউনিটি নার্সিং ডিগ্রী কলেজ স্থাপন’ শীর্ষক প্রকল্পের বিস্তারিত তথ্য আগামী বৈঠকে উপস্থাপন করতে সুপারিশ করে। বৈঠকে উল্লেখ করা হয় যে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরের ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট ২৩টি প্রকল্প বাস্তবায়ধীন রয়েছে।

এ সময় কমিটির সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, ইউসুফ আব্দুল্লাহ হারুন, এ বি তাজুল ইসলাম, ফজলে হোসেন বাদশা এবং আহসান আদেলুর রহমান বৈঠকে অংশগ্রহণ করেন। এ ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App