×

খেলা

ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ ন্যাশনাল টেনিস টুর্নামেন্ট শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯, ০২:০১ পিএম

ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ ন্যাশনাল টেনিস টুর্নামেন্ট শুরু
খেলাধুলা মানুষের মনকে চাঙ্গা করে। তাই খেলাধুলার সুদূর প্রসারের কথা ভেবে ঢাকা ক্লাব ষষ্ঠবারের মতো এবারও আয়োজন করেছে ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ নেশনাল টেনিস টুর্নামেন্ট ২০১৯। ঢাকা ক্লাবের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দেশের ৩৭ টি টেনিস ক্লাব থেকে মোট ২৮৭ জন টেনিস খেলোয়ার এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) থেকে ২৩ নভেম্বর পর্যন্ত নক আউট পদ্ধতিতে ঢাকা ক্লাব টেনিস কোর্ট এবং রমনার ইঞ্জিনিয়ার্স রিকোয়েস্ট সেন্টার কোর্টে খেলা অনুষ্ঠিত হবে। আজ দুপুর ১২ টায় ঢাকা ক্লাবের টেনিস কোর্টে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি মোঃ শাহরিয়ার আলম এমপি।এছাড়াও ঢাকা ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট জনাব খায়রুল মজিদ ও কার্যনির্বাহী পরিষদের সদস্যগণ টেনিস সাব-কমিটির সদস্যগণ ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। এবার ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ ন্যাশনাল টেনিস টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল সমূহের মধ্যে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল বা ক্লাবকে পুরস্কারস্বরূপ একটি ট্রফি ও নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। রানার-আপ দল বা ক্লাব কে একটি ট্রফি ও নগদ ৩৫ হাজার টাকা প্রদান করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App