×

খেলা

জানেন দিবারাত্রি টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক কারা?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯, ১১:৩৮ এএম

জানেন দিবারাত্রি টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক কারা?

প্রতীকী ছবি

গোলাপি বলের টেস্ট ম্যাচ। তাও আবার দু’দলের জন্যই প্রথম। এ নিয়ে সবার মাঝেই কাজ করছে নানা উন্মাদনা। আজ বাদে কাল কলকাতার ইডেনে হতে যাচ্ছে ভারত-বাংলাদেশের সেই কাঙ্খিত ম্যাচ। এই ম্যাচটি হবে দিবারাত্রী ম্যাচ। দিবারাত্রীর এই ম্যাচটি হলো ১২ তম ম্যাচ।

এর আগেও দিবারাত্রীর ১১ খেলা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু দিবারাত্রীর সেই ম্যাচগুলো সব চেয়ে বেশি রান সংগ্রাহক কে? এবং কে কেমন খেলেছ তা কি আম,রা জানি? আসুন আমরা জেনে নেই দিবারাত্রীর বিগত খেলাগুলো সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বার্তা।

দিবারাত্রীর ১১টি টেস্টে ১৬টি তিন অংক ছোঁয়া ইনিংস দেখেছে ক্রিকেটবিশ্ব। এর মধ্যে প্রথম ইনিংসে ৯টি, দ্বিতীয় ইনিংসে ৩টি, তৃতীয় ইনিংসে ১টি এবং চতুর্থ ইনিংসে ৩টি সেঞ্চুরি এসেছে।

পাকিস্তানের আজহার আলি অপরাজিত ৩০২ রানের একটি ইনিংস খেলেন। ২০১৬ সালে দুবাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। এছাড়াও সবচেয়ে বেশি দুই সেঞ্চুরি হাঁকানোর কীর্তি রয়েছে তারই সতীর্থ আসাদ শফিকের (১৩৭ ও ১১২ রান)।

ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরারদের তালিকা

আজহার আলি (পাকিস্তান)- ৩০২* রান (২০১৬ সাল) অ্যালিস্টার কুক (ইংল্যান্ড)- ২৪৩ রান (২০১৭ সাল) দিমুথ করুণারত্নে ( শ্রীলংকা)- ১৯৬ রান (২০১৭ সাল) হেনরি নিকহোলস (নিউজিল্যান্ড)- ১৪৫* রান (২০১৮ সাল) উসমান খাজা (অস্ট্রেলিয়া) -১৪৫ রান (২০১৬ সাল)

এ ছাড়া আসাদ শফিক (১৩৭), জো রুট (১৩৬), স্টিভ স্মিথ (১৩০), শন মার্শ (১২৬*) এইডেন মার্করাম (১২৫), ফাফ ডুপ্লেসি (১১৮*), ড্যারেন ব্র্যাভো (১১৬), আসাদ শফিক (১১২), পিটার হ্যান্ডসকম্ব (১০৫), স্টিফেন কুক (১০৪), কেন উইলিয়ামসন (১০২) পিঙ্ক বলের বিপক্ষে শতক হাঁকিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App