×

জাতীয়

চবি সাবেক ছাত্রদের পুনর্মিলনী উৎসব শেষ হচ্ছে বৃহস্পতিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯, ০৪:১৬ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের দুই দিনব্যাপী প্রথম পুনর্মিলনী উৎসব আজ শুক্রবার শেষ হচ্ছে। আজকের দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শিরীন আখতার। ‘প্রাণের উৎসবে, মাতি উল্লাসে’ এই ¯স্লোগানে বৃহস্পতিবার (২১ নভেম্বর) উৎসবের প্রথম দিনে নগরীর সিআরবি’র শিরীষতলায় আয়োজন করা হয় বাউল উৎসবের। এর আগে বিকেল সাড়ে ৩টায় নগরের চারুকলা ইনস্টিটিউট চত্বর থেকে উৎসব উপলক্ষে র‌্যালি হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিআরবি’র শিরীষ তলায় এসে শেষ হয়। উৎসবে আসা মোস্তফা কামাল লিটন বলেন, বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এটিই প্রথম পুনর্মিলনী উৎসব। উৎসবে অনেক পুরনো বন্ধুর দেখা পেয়েছি। এতদিন পর সবার সঙ্গে সময় কাটাতে গিয়ে পুরনো স্মৃতিগুলোর কথা মনে পড়ল। এদিকে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী বিপ্লব লোধ জানান, প্রাণের উৎসবে যোগ দিতে পেরে আমি অভিভ‚ত। ফেলে আসা দিনগুলো আসলেই ভালো ছিল। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের প্রথম থেকে ৪৯তম ব্যাচ পর্যন্ত প্রায় ৮ হাজারেরও বেশি গ্র্যাজুয়েট অ্যালামনাই অনুষ্ঠানে নাম নিবন্ধন করেন।

/এসএইচ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App