×

জাতীয়

ক্যাসিনো বাণিজ্যের দুর্বৃত্তরা সরকারের সহযোগী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯, ১০:০৯ পিএম

ক্যাসিনো বাণিজ্যের দুর্বৃত্তরা সরকারের সহযোগী
শেয়ার বাজার লুটেরা, ব্যাংক লুটেরা, ক্যাসিনো বাণিজ্যের দুর্বৃত্তরা এ সরকারের সহযোগী এবং সরকারের প্রশ্রয়ে দেশ লুটেরাদের অভয়ারণ্যে পরিনত হয়েছে। প্রশাসনের নিষ্ক্রিয়তায় ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে পেঁয়াজ-চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বাম গণতান্ত্রিক জোট। বৃহষ্পতিবার (২১নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। এসময় তারা নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণের আহ্বান জানান। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ভোট ডাকাতির সরকারের প্রশ্রয়ে দেশ আজ লুটেরাদের অভয়ারণ্যে পরিণত হয়ে পড়েছে। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়ে জনগণের পকেট থেকে ৩ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। চালের দাম কেজি প্রতি ৮ থেকে ১০ টাকা বাড়িয়ে দিয়েছে। লবণের দাম নিয়ে কারসাজি করে মানুষকে বিভ্রান্ত করেছে। মানুষ আতঙ্কিত হয়ে বেশি দামে লবণ কিনতে বাধ্য হয়েছে। ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের লোকদেখানো সক্রিয়তায় মানুষের আস্থা নেই। নেতৃবৃন্দ বলেন, শেয়ার বাজার লুটেরা, ব্যাংক লুটেরা, ক্যাসিনো বাণিজ্যের দুর্বৃত্তরা এ সরকারের সহযোগী। আওয়ামী লীগ সরকারের আমলেই একবার ১৯৯৬ সালে আরেকবার ২০১০ সালে শেয়ার বাজার লুণ্ঠনে সর্বস্বান্ত হায়েছিল সাধারণ মানুষ। শেয়ার বাজার লুটেরারা বর্তমান সরকারের সাংসদ, উপদেষ্টা হয়ে দাপটেই আছে। সরকারি হিসেবে খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ১২ হাজার কোটি হলেও আসলে দেশে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৩ লাখ কোটি টাকা। সমাবেশে বক্তব্য রাখেন, সমন্বয়ক সিপিবির প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ-এর কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কমিটির সদস্য ফখরুদ্দিন কবীর আতিক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের (ইউসিএলবি)’র সম্পাদকম-লীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক। /এসএইচ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App