×

বিনোদন

কথা, গান ও স্মৃতিচারণে জন্মদিন উদযাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯, ০৯:৪২ পিএম

কথা, গান ও স্মৃতিচারণে জন্মদিন উদযাপন

গত ১৫ নভেম্বর ছিলো মাটি ও মানুষের শিল্পী, সুরের জাদুকর, প্রখ্যাত বংশী বাদক ফোক সম্রাট বারী সিদ্দিকীর জন্মদিন। বরেণ্য এই শিল্পীর জন্মদিনটি কথামালা, গান, স্মৃতিচারণ ও গুনীজন সম্মাননা প্রদানের মধ্য দিয়ে উদযাপন করল ‘বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ’।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় শাহবাগের শওকত ওসমান মিলানায়তন আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মুজিব পরদেশী, আশরাফ উদাস, ফকির শাহাবুদ্দিন, বাউল শফি মন্ডল, ডলি শায়ন্তনী, শাহানাজ বেলী, লালন কন্যা বিউটি, বিন্দু কণা, ঐশী, জিনিয়া জাফরিন লুইপা, মুনিয়া মুনমুন, প্রতিক হাসান, নোলক বাবু, প্রিন্স আলমগীর, বাউল জুয়েল সরকার, বায়েজিত বোস্তামী, এস.এম শফি, জনি চ্যাপলিন সহ অনেক তরুণ শিল্পী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গুণীজন সম্মাননা পর্বে উপস্থিত ছিলেন খ্যাতিমান গীতিকার শহীদুল্লাহ ফরায়জী, দেলোয়ার আরজু দা শরফ, হাসান মতিউর রহমান, শাহাবুদ্দিন মজুমদার, আশরাফ ফারুক, রবিউল হাসান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App