×

খেলা

ঐতিহাসিক ম্যাচে মুস্তাফিজ কি পাড়বে ইতিহাস গড়তে?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯, ১২:১১ পিএম

ঐতিহাসিক ম্যাচে মুস্তাফিজ কি পাড়বে ইতিহাস গড়তে?

মুস্তাফিজ ক্রিকেট বিশ্বে একটি পরিচিত ও আলোচিত নাম। জাতীয় দলে ডাক পেয়েই করে দেন বাজিমাত। ধরাশয়ি করেছেন বড় বড় দলের খেলোয়ারদের। তারই ধারাবাহিক সফলতায় সপ্তম অবস্থানে আজ বাংলাদেশ। স্থান করে নিয়েছিলেন আইপিএল এর মত খেলায় দামি  খেলোয়ারের তালিকায়।

মুস্থাফিজের সফলতায় ঈর্ষান্বিতও হয়েছে ক্রিকেটের হিংসুকরা। সন্দেহ আনা হয় তার বোলিং এ। এর পর ফর্ম থেকে ধীরে ধীরে দুরে সড়ে পড়তে থাকেন মুস্তাফিজ। কিন্তু তারপরেও ফিজের কাছে ক্রিকেট ভক্তদের চাওয়ায় এখনো ঘাটতি হয়নি। সবাই মনে করছেন আবার জ্বলে উঠবেন বাংলাদেশের ফিজ।

আগামীকাল থেকে শুরু গেলাপি বলে দিবারাত্রীর ম্যাচ। যা বাংলাদেশ-ভারতের জন্য প্রথম এবং ঐতিহাসিক। কাজেই এই ঐতিহাসিক ম্যাচকে স্মরণীয় করে রাখতে কোন ইতিহাস গড়ে রাখতে পাড়বেন বলে আশা করেন তার ভক্তরা।

প্রথম টেস্টে খেলানো হয়নি মোস্তাফিজুরকে। তবে ইডেন গার্ডেন্সের গতিময় পিচ ও গোলাপি বল তার প্রত্যাবর্তনের মঞ্চ হতে পারে। বুধবার নেটে দীর্ঘক্ষণ ঘাম ঝরিয়েছেন ফিজ। বেশ কয়েক ওভার বল করেছেন কাটার মাস্টার।

এর আগে ইন্দোর টেস্টে ইনিংস ও ১৩০ রানে পড়াজয় হয় বাংলাদেশের। দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে পিছিয়ে টাইগাররা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App