×

আন্তর্জাতিক

’আন্তর্জাতিক শিশু শান্তি’ পুরস্কার পেল গ্রেটা থানবার্গ

Icon

nakib

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯, ০৩:১৯ পিএম

’আন্তর্জাতিক শিশু শান্তি’ পুরস্কার পেল গ্রেটা থানবার্গ

সুইডেনের কিশোরী গ্রেটা থানবার্গ পরিবেশ রক্ষায় জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিশ্বব্যাপি স্কুলশিক্ষার্থীদের নিয়ে পরিবেশ আন্দোলনে অভূতপুর্ব ভূমিকা রাখায় ’ ইন্টারন্যাশনাল চিলড্রেন পিস‘ পুরস্কারে ভূষিত হয়।

ডাচ কিডস রাইটস নামক সংস্থাটি ২০০৫ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে। তবে হেগে আয়োজিত এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি গ্রেটা। এ সময় অন্য একটি জলবায়ু সম্মেলনে যোগ দিতে সে নৌকায় করে আটলান্টিক পাড়ি দিচ্ছিলো।

গত বছর বিশ্বব্যাপী ’স্কুল স্টাইক ফর ক্লাইমেট’ আন্দোলনের মাধ্যমে বিশ্বমিডিয়ায় আলোচনায় আসেন ১৬ বছর বয়সি গ্রেটা। বর্তমানে তার পরিবেশ আন্দেলনে পৃথিবীর বিভিন্ন দেশের প্রায় ১০ হাজার তরুণ যুক্ত আছে।

’বুকো হারাম’ জিহাদী গ্রুপের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনের জন্য ক্যামেরুনের ১৫ বছর বয়সের ডিভিনা মালুমও একই পুরস্কার লাভ করেন। সে তার পুরস্কার গ্রহণ করতে এসে জানায় যে, ক্যামেরুন বা আফ্রিকাতে শান্তি আলোচনার সময় সিদ্ধান্ত গ্রহণকারীরা শিশুদের কথা ভুলে যায়।

উল্লেখ্য, এরআগে পাকিস্তানে নারী শিক্ষা অধিকারের জন্য অবদান রেখে এ পুরস্কার অর্জন করেছিলেন স্কুলশিক্ষার্থী মালালা ইউসুফজাই।

নকিব/

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App