×

জাতীয়

বাদলের শূন্য আসনে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯, ০৮:৪২ পিএম

সদ্য প্রয়াত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সাবেক কার্যকরী সভাপতি ও সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-৮ শূন্য আসনে উপ-নির্বাচন করার প্রস্তুতি নিতে চলেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ৭ নভেম্বর ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাদলের মৃত্যু হয়। ২০২০ সালের ৪ ফেব্রুয়ারির মধ্যে আসনটির ভোটগ্রহণ করতে হবে সংস্থাটির।

সংবিধান অনুযায়ী, কোনো আসন শূন্য হলে হওয়ার নব্বই দিনের মধ্যে ভোটের আয়োজন করার বাধ্যবাধকতা রয়েছে। গত ৭ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এ পরিপ্রেক্ষিতে ভোট করতে হবে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে।

বুধবার (২০ নভেম্বর) ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বাদলের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনের জন্য প্রস্তাবনা তৈরি করার নির্দেশনা দিয়েছে কমিশন। এ অনুযায়ী, কাজ চলছে। শিগগিরই কমিশন বৈঠকে ভোটের সময়সূচি নির্ধারণ করবে।

উল্লেখ্য, মৃত্যুকালে এ মুক্তিযোদ্ধার বয়স হয়েছিল ৬৭ বছর। তার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App