×

জাতীয়

বরিশালে বাস শ্রমিদের ধর্মঘট প্রত্যাহার, ট্রাক শ্রমিকদের শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯, ০৪:১১ পিএম

বরিশালে বাস শ্রমিদের ধর্মঘট প্রত্যাহার, ট্রাক শ্রমিকদের শুরু
২৪ ঘন্টা বন্ধ থাকার পর বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রূপাতলী বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীন রুটের বাস চলাচল শুরু হয়েছে। ধর্মঘটরত শ্রমিকরা বুধবার(২০ নভেম্বর) সকাল ১০টা থেকে বাস চালানো শুরু করেন। সদ্য কার্যকর হওয়া সড়ক পরিবহন আইনের কঠোরতার বিরুদ্ধে মঙ্গলবার(১৯ নভেম্বর) বেলা ১১টা থেকে এ দুই টার্মিনালের পরিবহন শ্রমিকরা বাস চালানো বন্ধ করে দেয়। এদিকে সারাদেশের ন্যায় বরিশালেও বুধবার সকাল থেকে পণ্যবাহি ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ফরিদ হোসেন বলেন, ঢাকায় অবস্থারত বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ মোবাইল ফোনে শ্রমিকদের আশ্বাস দিয়েছেন যে তাদের সকল অসুবিধা তিনি দেখভাল করবেন। এ আশ্বাস পেয়ে বুধবার সকাল ১০টা থেকে আবার বাস চলাচল শুরু হয়। মঙ্গলবার বাস চলাচল বন্ধের পর ফরিদ হোসেন বলেছিলেন, মৃত্যুদণ্ডের বিধান মাথায় রেখে শ্রমিকরা বাস চালাবেন না। এ কারণে মঙ্গলবার বেলা ১১টা থেকে সাধারন শ্রমিকরা অভ্যন্তরীন রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। এটা ইউনিয়নের কোন সিদ্ধান্ত ছিলনা। রূপাতলী টার্মিনাল কেন্দ্রীক বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির যুগ্ন সাধারন সম্পাদক মোমিনউদ্দিন কালু জানান, সকাল থেকে ওই টার্মিনালে বাস চলাচল শুরু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App