×

জাতীয়

দূর্গাসাগরের দীঘিতে সাতার কাটতে গিয়ে তরুন নিখোঁজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯, ০৪:২৩ পিএম

দূর্গাসাগরের দীঘিতে সাতার কাটতে গিয়ে তরুন নিখোঁজ
বরিশাল নগরী থেকে প্রায় ১০ কিলোমিটার পশ্চিমে পর্যটনস্পট মাধবপাশার দূর্গাসাগরের দীঘিতে সাতার কাটতে গিয়ে এক তরুন নিঁখোজ হয়েছে। বন্ধুর সঙ্গে বাঁজি ধরে সাঁতার কেটে দিঘীর মাঝে থাকা দ্বীপে যাওয়ার সময় সে নিঁখোজ হয়। তার পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। বুধবার(২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিঁখোজ তরুনের নাম হৃদয়। তার বাসা নগরীর কাউনিয়া এলাকায় বলে জানা গেছে। অপর দুই তরুন-তরুনীর সঙ্গে হৃদয় দূর্গাসাগরে ঘুরতে গিয়েছিল। বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ এস.এম জাকির বিন আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের ডুবুরী দল ওই তরুনের সন্ধানে অভিযান চালাচ্ছে। দূর্গাসাগরে দায়িত্বরত জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী মো. অলি জানান, ২ তরুনও ১ তরুনী একসঙ্গে দূর্গাসাগরে ঘুরতে গিয়েছিল। তারা দিঘীর দক্ষিণ পাড়ে অবস্থান নেয়। বেলা সাড়ে ১১টার দিকে দুই তরুন-তরুনী এসে জানায়, তাদের সঙ্গে থাকা হৃদয় সাতরে দিঘীর মাঝখানে থাকা দ্বীপে যাচ্ছিল। এখন তাকে পাওয়া যাচ্ছেনা। মো. অলি বলেন, এ খবর জেনে অন্যন্য কর্মচারীরা নৌকা নিয়ে দ্বীপে পৌছে তার সন্ধান পায়নি। ধারনা করা হচ্ছে, দ্বীপে পৌছার আগেই পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তরুন-তরুনীর বক্তব্যের বরাত দিয়ে মো. অলি বলেন, হৃদয় তার সঙ্গীদের সঙ্গে ২০০ টাকার বাঁজি ধরেছিল, সে সাঁতার কেটে দিঘীর মাঝে থাকা দ্বীপে পৌছবে। এরপর সে প্যান্ট-সার্ট খুলে লুঙ্গী পড়ে দক্ষিণ পাড় থেকে সাতার কাটা শুরু করে। পাড় থেকে দিঘীর দুরত্বের ৫ ভাগের ৩ ভাগ সাতার কাটার পরই তাকে দেখতে পাচ্ছিলনা সঙ্গে থাকা তরুন-তরুনী। প্রথমে তারা ধারনা করেছিল হৃদয় সাঁতার কেটে দ্বীপে পৌছে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App