×

খেলা

দীর্ঘায়িত হলো সাইফের টেস্ট অভিষেক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯, ১০:৫৯ পিএম

দীর্ঘায়িত হলো সাইফের টেস্ট অভিষেক

ভারতের ইন্দোরে অনুষ্ঠিত টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম টেস্ট একাদশে ছিলেন না টাইগার ওপেনার সাইফ হাসান। ওপেনিংয়ে ইমরুল কায়েসের সঙ্গী হয়েছিলেন সাদমান ইসলাম। প্রথম ম্যাচের দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন অভিজ্ঞ ইমরুল এবং তরুণ সাদমান। উভয় ইনিংসেই ৬ রান করে আউট হন দুজনেই। তাতে দ্বিতীয় টেস্টের একাদশে সাইফের থাকার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু ইনজুরিতে সে সম্ভাবনার ইতি ঘটেছে। ছিটকে গেছেন কলকাতার ইডেনে অনুষ্ঠেয় দিবা-রাত্রির টেস্ট থেকে। ফলে আরো দীর্ঘায়িত হলো জাতীয় দলে সাইফের অভিষেক। বুধবার (২০ নভেম্বর) বিবৃতির মাধ্যমে সাইফের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইডেনের মাঠেই অনুশীলনের ফাঁকে তার আঙুলের সবশেষ অবস্থা পর্যবেক্ষণ করেন দলের ম্যানেজার সাব্বির খান ও ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। তাদের ভাষ্যমতে, ইন্দোরে ভারতের বিপক্ষে ১ম টেস্টে দ্বাদশ ব্যক্তি হিসেবে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পেয়েছেন সাইফ হাসান। চোট এখনো সেরে ওঠেনি। মেডিকেল টিমের দেয়া তথ্যমতে, সেরে উঠতে তার পূর্ণ বিশ্রাম প্রয়োজন। তার ইনজুরির বিষয়টি বিবেচনায় এনে মেডিকেল টিম জানিয়েছে, এই ম্যাচটি তিনি খেলতে পারবেন না। টিম ম্যানেজমেন্ট তার আঙুলের উন্নতির দিকেই তাকিয়ে ছিল। সাইফকে বিশ্রামে রাখা হলেও দ্বিতীয় টেস্টে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না তারা। ম্যাচে খেলার মতো অবস্থায় নেই সাইফ। এ কারণে সুযোগ থাকলেও শেষ ম্যাচে মাঠে নামা হচ্ছে না সাইফ হাসানের। অবশ্য সাইফের কোনো বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করেনি বিসিবি। ইন্দোরে সিরিজের প্রথম টেস্টে মেহেদী হাসান মিরাজের বদলি হিসেবে ফিল্ডিংয়ে নামেন সাইফ। স্লিপে চেতেশ^র পূজারার ক্যাচ নিতে গিয়ে ডান হাতের কনিষ্ঠ আঙুল ফেটে যায় সাইফের। পরে হাতে দুটি সেলাই দিতে হয়। বিসিবি জানিয়েছে, ভেঙে গেছে সেই আঙুল। এখনো সেরে না ওঠাতেই তাকে বিশ্রামে রাখার পক্ষে মেডিকেল টিম। আঙুলের যে অবস্থা তাতে আগামী শুক্রবার (২২ নভেম্বর) থেকে কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট নাগাদ সুস্থ হওয়ার সম্ভাবনাও ক্ষীণ। পুরোপুরি সেরে উঠতে তার পূর্ণ বিশ্রাম প্রয়োজন। চোট নিয়ে শুরুর আগেই শেষ সাঈফ হাসানের পিঙ্ক টেস্ট। ইডেন টেস্টে এখন শুধুই দর্শক সাঈফ হাসান। জাতীয় দলের হয়ে এখনো মাঠে নামা হয়নি সাইফের। দিবা-রাত্রির টেস্ট দিয়ে অভিষেক হলে সেটি তরুণ এই ওপেনারের ক্যারিয়ারে স্মরণীয় হয়ে থাকত। ২১ বছর বয়সি সাইফ প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৭ ম্যাচে প্রায় ৪৬ গড়ে রান করেছেন। লিস্ট ‘এ’ তেও তার গড় ৪২.৮। ভারতে উড়াল দেয়ার আগে জাতীয় ক্রিকেট লিগে ডাবল সেঞ্চুরি হাঁকান সাইফ। ঢাকা বিভাগের হয়ে রংপুর বিভাগের বিপক্ষে করেন অপরাজিত ২২০ রান। এ ছাড়া ঘরের মাঠে খুলনায় শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে ১১৭ রানের ইনিংস খেলা এই ডানহাতি পরে কলম্বোয় শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে আরেকটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ইন্দোরে প্রথম টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ১৩০ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে স্বাগতিক শিবির। দুই টেস্টের সিরিজের জন্য বাংলাদেশ যে ১৬ জনের নাম ঘোষণা করেছিল সেই তালিকায় থাকা মোসাদ্দেক হোসেনও মায়ের অসুস্থতার কারণে টেস্ট সিরিজ শুরুর আগে দেশে ফিরে আসেন। এখন সাঈফ হাসানও কলকাতা টেস্টের পরিকল্পনা থেকে বাদ পড়ায় সব মিলিয়ে ১৪ জনের দল থেকে পিঙ্ক টেস্টের জন্য একাদশ গড়তে হচ্ছে বাংলাদেশকে। দুর্ভাগ্যই বলতে হবে সাইফের। প্রথমবারের মতো গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট খেলার সুযোগের হাতছানি থাকলেও ছিটকে যেতে হয়েছে এই ওপেনারকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App