×

আন্তর্জাতিক

টমেটোর গহনায় বিয়ের সাজে নববধূ!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯, ০১:০৭ পিএম

টমেটোর গহনায় বিয়ের সাজে নববধূ!
বাংলাদেশের পেঁয়াজের দাম বাড়ানোর বাড়াবাড়ি নিয়ে যা চলছে প্রায় একই ধরনের ঘটনা পাকিস্তানে ঘটছে টমেটো ঘিরে। ফলে এতদিন যা ছিল সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ, হাসাহাসির বিষয়, সেটাই কার্যত ঘটল বাস্তবে। পাকিস্তানের এক মহিলা এই আকাশছোঁয়া দামের প্রতিবাদে টমেটোর গহনা পরেই বসলেন বিয়ের পিঁড়িতে। অপর এক মহিলা সাংবাদিকের ভিডিও পোস্ট করার পর আরো বেড়ে গেছে টমেটো-চর্চা। গত কয়েক দিন ধরেই পাকিস্তানের বিভিন্ন বাজারে টমেটোর দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দ্য ডনের সূত্রে জানা যায়, করাচির বিভিন্ন বাজারে গত সপ্তাহে টমেটোর দাম কেজিপ্রতি ৩০০ টাকা ছাড়িয়ে যায়। ইরান থেকে টমেটো আসার আগেই এই দাম হঠাৎ বেড়ে যায়। তবে পাইকারি বাজারে তুলনায় দাম কিছুটা কম। পাইকারি ব্যবসায়ীরাও এই দাম বৃদ্ধি নিয়ে কিছুটা অবাক। তাদের দাবি, পাইকারি বাজারে টমেটো ২০০ থেকে ২৪০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। সেখানে খুচরা বাজারে এতটা দাম বাড়া অস্বাভাবিক। এ নিয়ে পাকিস্তানের সাধারণ মানুষ বেজায় সমস্যায় পড়েছেন। দেশটির একাধিক গণমাধ্যমে বলা হয়, আমজনতা এখন আর কেজিতে টমেটো কিনছেন না। পকেট বাঁচাতে এখন একটি-দুটি বা ১০০-২০০ গ্রাম হিসেবে টমেটো কিনছেন। খুচরো বাজারে ২৫০ গ্রাম টমেটো কিনতে গুনতে হচ্ছে ৮০ টাকা। পাকিস্তানে টমেটোর আকাশছোঁয়া দাম নিয়ে সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ-বিদ্রুপ শুরু হয়েছে। পাকিস্তানের সাংবাদিক নায়লা ইনায়তের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, এক সাংবাদিক বুম নিয়ে পৌঁছে গেছেন বিয়ে বাড়িতে। সেখানে বিয়ের কনে সোনা-হিরের বদলে পরেছেন টমেটোর গয়না। তার গলায়, হাতে, কানে, মাথায় পরা সব গয়নাই টমেটোর তৈরি। নববধূ জানান, টমেটো এখন দুর্মূল্য, তাই তিনি সোনার বদলে টমেটোর গহনা পরছেন। ইতোমধ্যেই ভাইরাল হয়েছে নায়লার পোস্ট করা এই ভিডিও। দশ ঘণ্টায় ভিডিওটি দেখেছেন প্রায় ১৪ হাজার দর্শক। https://twitter.com/nailainayat/status/1196512658440278018?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1196512658440278018&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Foffbeat%2Fwhy-this-pakistani-bride-wore-tomato-jewellery-on-her-wedding-2135395

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App