×

খেলা

গোলাপি সাজে সেজেছে কলকাতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯, ১০:৪৮ পিএম

গোলাপি সাজে সেজেছে কলকাতা

গোলাপি সাজে সেজেছে কলকাতা

শুক্রবার (২২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই টেস্টের মধ্য দিয়ে ইতিহাসের অংশ হয়ে যাবে দুদল। প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলবে তারা। গোলাপি বলে এই প্রথম টেস্ট খেলছে বাংলাদেশ-ভারত। এ নিয়ে দুদেশের সমর্থকদের মধ্যে বাড়তি উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে কলকাতার কথা না বললে নয়। ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টকে সামনে রেখে নানা পরিকল্পনা করছে বিসিসিআই সভাপতি। ইতোমধ্যে গোলাপি সাজে সেজেছে কলকাতা। উত্তেজনায় কাঁপছে শহরটির বাসিন্দারা। রাতের ইডেন গার্ডেন শুধুই মাঠ নয় যেন গোলাপি রাজ্য! পুরো ইডেন সেজে উঠেছে গোলাপি রংয়ে। সেই রংয়ে সব মানুষের মুখ দেখাচ্ছে একই রকম গোলাপি! নানা মতের, নানা চেহারার মানুষ মিলছে একটি রংয়ে- গোলাপি! প্রস্তুতি পূর্ণ করতে শেষ মুহূর্ত আয়োজকদের ক্লান্তিহীন ব্যস্ততা। এই টেস্টকে ঘিরে আগে থেকেই বাড়তি আগ্রহ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মাঝে মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেনের সামনে ভিড় করেন টিকেট প্রত্যাশীরা। টিকেট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। এক ক্রিকেট সমর্থক অভিযোগ করে বলেন, এক সপ্তাহ ধরে টিকেটের জন্য আসছি কিন্তু টিকেট পাচ্ছি না। ব্ল্যাকারদের হাতে টিকেট চলে গেছে। তারা কেমন করে পেল টিকেট? সব সময় এমন করে, আইপিএলের সময়ও এমন করে। ৫০ টাকার টিকেট ২৫০ টাকায়, ২৫০ টাকার টিকেট ৫০০ টাকা। ইতোমধ্যে প্রথম ৪ দিনের টিকেট বিক্রি শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। ঐতিহাসিক টেস্ট মাঠে গড়ানোর আগে নামবে আট প্যারা টরুপার। ভারতীয় বিমানবাহিনী এটা তত্ত্বাবধায়ন করবে। ৮ জন ৮টি গোলাপি বল নিয়ে মাঠে নামবে। তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে হস্তান্তর করবেন গোলাপি বল। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দুদলের অধিনায়ককে গোলাপি বল হস্তান্তর করবেন। টস করতে সোনার তৈরি বিশেষ কয়েন ম্যাচ রেফারিকে হস্তান্তর করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। দুদেশের জাতীয় সঙ্গীত বাজাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। জাতীয় সঙ্গীতের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাজাবেন ইডেনের ঘণ্টা। এই টেস্টে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের সাবেক সব অধিনায়ককে। তারা ল্যাপ-অব অনার দেবেন, প্রদক্ষিণ করবেন পুরো মাঠ। এটা হবে চা বিরতিতে। অন্য খেলার ভারতীয় কিংবদন্তি যেমন- বক্সিংয়ে মেরিকম, টেনিসের সানিয়া মির্জা, শুটিংয়ে অভিনব বিন্দ্রাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে ২০০০ সালের নভেম্বরে অভিষেক টেস্ট খেলা বাংলাদেশ দলের সব খেলোয়াড়কে। ইডেনের কিউরেটর সুজন মুখার্জীর দৃষ্টিতে এ টেস্টের আবেদন অন্য সব খেলাকে ছাড়িয়ে গেছে। বাংলাদেশ-ভারত দুদলই এখন পর্যন্ত দিবা-রাত্রির টেস্ট খেলেনি। গোলাপি বলের টেস্টের স্বাদ তারা পেতে যাচ্ছে কাল। উপমহাদেশ বলে দুদলের এই টেস্টকে ঘিরে বিরাজ করছে বাড়তি উত্তেজনা, যা অতিক্রম করে ফেলেছে ভারত-পাকিস্তানের উত্তেজনাপূর্ণ দ্বৈরথকেও! ইডেন গার্ডেনের কিউরেটর সুজন মুখার্জী বলেন, এমন উত্তেজনা আমি এর আগে দেখিনি। পাকিস্তান ও ভারতের ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ থাকে। এখন সেই সব আগ্রহকে ছাড়িয়ে গেছে এই টেস্ট। সুজন মুখার্জী জানালেন, টেস্টকে ঘিরে দর্শকদের তুমুল আগ্রহের কথা, টেস্টের টিকেট না পেয়ে দশর্করা হাহাকার করছে। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ^কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কিছুটা উন্মাদনা ছিল। তাও এবারের মতো নয়। ইডেনে আমি তিন বছর ধরে কিউরেটরের দায়িত্বে আছি। আমি এত উত্তেজনা দেখিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App