×

পুরনো খবর

গাড়ি থেকে যাত্রী নামিয়ে কেড়ে নিচ্ছে চাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯, ১১:৪৯ এএম

গাড়ি থেকে যাত্রী নামিয়ে কেড়ে নিচ্ছে চাবি
গাড়ি থেকে যাত্রী ও চালকেদের নামিয়ে চাবি কেড়ে নিচ্ছে চাবি আন্দোলনরত পরিবহন শ্রমিকরা। নতুন সড়ক পরিবহন আইন পরিবর্তনের দাবিতে তারা এ ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের অংশ হিসেবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ভোড় সোয়া ৬টা থেকে রাস্তা বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডেও গাড়িগুলোর চাবি কেড়ে নিয়ে মহাসড়কের দুই পাশে গাড়িগুলোকে এলোমেলো করে রেখে রাস্তা অবরোধ করে রাখে পরবিহন শ্রমিকরা। সকাল থেকে শুরু হওয়া শ্রমিকদের এ ধর্মঘট এখনও চলছে। ফলে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় কর্তব্যরত ট্রাফিক পরিদর্শক মো. জিয়াউল করিম বলেন, বুধবার সকাল সোয়া ৬টা থেকে কিছু পরিবহন শ্রমিক রাস্তায় অবস্থান নিয়ে সড়ক- মহাসড়কের অবরোধ করে রাখে। তিনি বলেন, পূর্ব ঘোষণা ছাড়াই শ্রমিকদের ধর্মঘট ও সড়ক অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন কর্মস্থানে যাতায়াতরত সাধারণ মানুষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App