×

জাতীয়

কালীগঞ্জে বেশি দামে লবণ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯, ১২:০০ পিএম

কালীগঞ্জে বেশি দামে লবণ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
গাজীপুরের কালীগঞ্জে বেশি দামে লবণ বিক্রি করার দায়ে স্থানীয় এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলম পরিচালিত আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন। জানা গেছে, লবণের দাম বেড়ে যাবে এমন গুজবে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের আওড়াখালী বাজারের ব্যবসায়ী শেখর পাল (৫০) পণ্যের গায়ে লেখা মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য নেয় ক্রেতাদের কাছ থেকে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় উপজেলার দেওতলা গ্রামের শান্ত রঞ্জন পালের ছেলে ও শ্যামল ব্রাদার্সের স্বত্বাধিকারী শেখর পালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে, একই বাজারের ব্যবসায়ী হাজি হাফিজ উল্লাহ ষ্টোরের স্বত্বাধিকারী উপজেলার শাইলদিয়া গ্রামের হাফিজ উল্লাহ খানের ছেলে আল-আমিন (২৮) কে দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮ ধারায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক বলেন, উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের আওড়াখালী বাজারের ব্যবসায়ী শেখর পাল ক্রেতাদের কাছে প্রতি কেজি লবন ৬০/৭০ টাকা দরে বিক্রি করছে বলে খবর পাই। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায় করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App