×

পুরনো খবর

করাচি থেকে ঢাকায় পৌঁছেছে ৮২ টন পেঁয়াজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯, ০৮:২৭ পিএম

করাচি থেকে ঢাকায় পৌঁছেছে ৮২ টন পেঁয়াজ
আকাশপথে পাকিস্তানের করাচি বিমানবন্দর থেকে ঢাকায় ৮২ টন পেঁয়াজের প্রথম চালান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ৭টা ২০ মিনিটে পেঁয়াজবাহী প্রথম কার্গো উড়োজাহাজটি অবতরণ করে। এর আগে মঙ্গলবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ডাকা সংবাদ সম্মেলনে পাকিস্তান থেকে পেঁয়াজ আনার কথা জানিয়ে ছিলেন বাণিজ্যমন্ত্রী। বলেছিলেন, পেঁয়াজ নিয়ে বিপদে আছি। আজ (মঙ্গলবার) কার্গো বিমানে যে পেঁয়াজ আসার কথা ছিল সেটা লোডিং পর্যায়ে সমস্যা হওয়ায় বুধবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে। মন্ত্রণালয়ের তথ্য মতে,  বুধবার থেকে প্রতিদিন আড়াই হাজার টন পেঁয়াজ আসবে। এ ছাড়া টিসিবির মাধ্যমে কার্গো বিমানে আসবে ৫০ হাজার টন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App