×

খেলা

ঐতিহাসিক ম্যাচের টিকিট বিক্রি শেষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯, ০৩:২৭ পিএম

ঐতিহাসিক ম্যাচের টিকিট বিক্রি শেষ
গোলাপি বলে ঐতিহাসিক টেস্ট ম্যাচের প্রথম তিন দিনের টিকিট বিক্রি শেষ। গেলাপি বলের টেস্ট ম্যাচটি ভারত-বাংলাদেশ দু’দলের জন্যই প্রথম। এ নিয়ে সবার মধ্যেই চলছে উৎকন্ঠা ও উন্মাদনা। ভারতের ক্রিকেট বোর্ড সভাপতি গাঙ্গুলী বলেন, ‘ইতোমধ্যে ইডেনে ভারত-বাংলাদেশের প্রথম চার দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। টেস্ট ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ দেখে আমার ভাল লাগছে।’ গোলাপি বলের দ্যুতি শুধু মাঠেই নয় এ ম্যাচকে কেন্দ্র করে কলকাতা শহরকে গোলাপি আলোয়। কলকাতার ইডেনে ২২ নভেম্বরের ঐতিহাসিক ম্যাচকে স্মরণীয় করতে ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। সেইসঙ্গে যুক্ত হয়েছে কলকাতা পৌরসভাও। ভারত-বাংলাদেশের মধ্যে এ ম্যাচটি হলো এই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। গোলাপি বলের এই ম্যাচে উপস্তিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেয়া হবে সংবর্ধনা। ঘণ্টা বাজিয়ে উদ্বোধন করবেন ম্যাচটি। কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠেয় এ ম্যাচটি উপমহাদেশের মাটিতেও প্রথম দিবা-রাত্রির টেস্ট। তাই কোনো কিছুর কমতি রাখতে চাইছেন না সৌরভ গাঙ্গুলী। মাঠে হেলিকপ্টার দিয়ে গোলাপি পাপড়ি ছড়ানো ছাড়াও ওড়ানো হবে ১৪ ফুটের গোলাপি বেলুন। ইডেন গার্ডেন ভারতের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। প্রায় ৬৫ হাজার দর্শক এখানে একসঙ্গে বলে খেলা দেখতে পারবে মাঠে বসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App