×

জাতীয়

হিলি-বগুড়া রুটে বাস সার্ভিস আংশিক চালু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯, ০৩:৩১ পিএম

হিলি-বগুড়া রুটে বাস সার্ভিস আংশিক চালু
নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে চতুর্থ দিনেও হিলি-বগুড়া রুটে অনির্দিস্টকালের জন্য যাত্রিবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন চালকরা। এতে করে বিপাকে পড়েছেন ওই পথে চলাচলরত যাত্রিরা। তবে আজ সকাল থেকে গাড়ীর কাগজপত্র আপডেট ৪-৫টি গাড়ী চলাচল শুরু করেছে। অপরদিকে অন্যান্য চালকরা দাবি করছেন তাদের গাড়ীর ও চালকদের সঠিক কাগজপত্র না থাকায় তারা বাস চলাচল বন্ধ রেখেছে। গত শনিবার সকাল থেকেই চালকরা নিজ নিজ গাড়ি বন্ধ রেখে এই কর্মসূচি পালন করছেন। এতে করে ওই পথে চলাচলরত যাত্রিরা বাস না পেয়ে বিপাকে পড়েছেন, বিকল্প উপায়ে বাড়তি ভাড়ার মাধ্যমে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। সোমবার সকাল থেকে ৪০টি গাড়ীর মধ্যে ৪-৫টি গাড়ী হিলি-বগুড়া সড়কে চলাচল শুরু করলেও অন্যান্য গাড়ী চলাচল করছেনা। তবে হিলি-দিনাজপুর, হিলি-জয়পুরহাট রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। বাস চালকরা জানান, কেউ মারা গেলে নতুন আইনে চালকের মৃত্যুদণ্ড বা আহত হলে ৫ লাখ টাকা দিতে হবে। আমাদের এতো টাকা দেওয়ার সামর্থ নেই আর আমরা বাস চালিয়ে জেলখানায় যেতে চাইনা। যাত্রীরা জানান, হঠাৎ করে বাস চলাচল বন্ধের কারণে গন্তব্যস্থানে সঠিক সময়ে যেতে পারছিনা এবং অনেকের ব্যবসা বাণিজ্যেসহ নানা বিষয়ে সমস্যায় পরতে হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App