×

অর্থনীতি

রুহিয়ায় লবণের কেজি ১ শত টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯, ০৪:২৭ পিএম

রুহিয়ায় লবণের কেজি ১ শত টাকা
রুহিয়ায় লবণের কেজি ১ শত টাকা
অবিশ্বাস্য হলেও সত্য রুহিয়ায় লবণের কজি ১ শত টাকা দরে বিক্রি হয়েছে। মঙ্গলবার (১৯নভেম্বর) সকাল হতে রুহিয়ার বিভিন বাজার ঘুরে এ চিত্র সর্বত্রই দেখা যায়। প্রশাসন এ বিষয়টি গুজব বলে চালিয়ে দিলেও ঘটনার সত্যতা পাওয়া যায়। এটি কত্রিম সংকট বলেও অনেক উরিয়ে দেন। রুহিয়ার পূর্ব কুজিশহরের হুমায়ুন কবির জানান, আমি আজ সকালে বাজার থেকে ১শত টাকা দরে ৩ কেজি লবন কিনেছি , লবণের দাম এভাবে বাড়বে আমি ভাবতে পারিনি।" ব্যবসায়ীরা জানান, লবণ বেশি দামে কিনেছি তাই বেশি দামে বিক্রি করেছি, আমাদের করার কিছুই নেই। এদিকে ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং করে গুজবের বিষয়ে জনগণকে সচেতন করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু জানান, লবণের কোন সংকট নেই এটি আসলেই গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে। রুহিয়া থানার আরপ্রাপ্ত কর্মকর্তা চিত্তরঞ্জন রায় জানান, লবণের বিষয় গুজব ছড়িয়ে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা চালাচ্ছে একটি মহল। আমরা বাজার মনিটরিং করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App