×

জাতীয়

মাদারীপুরে বাস চলাচল বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯, ০৩:৫১ পিএম

মাদারীপুরে বাস চলাচল বন্ধ
নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে মাদারীপুরে পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। এসময় নতুন আইন সংশোধনের পর বাস্তবায়নের দাবি জানান তারা। মঙ্গলবার(১৯ নভেম্বর) সকাল থেকে মাদারীপুরের অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। শ্রমিকদের দাবি, নতুন আইন সংশোধনের পর এটি বাস্তবায়ন করা হোক। এটা না করা পর্যন্ত জেলায় বাস চলাচল বন্ধ থাকবে। বাস চালকরা জানান, নতুন আইনে সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে চালকদের মৃত্যুদণ্ড এবং আহত হলে ৫ লাখ টাকা জরিমানা দিতে হবে। আমরা শ্রমিক, আমাদের এত টাকা দেওয়ার সামর্থ্য নেই। একজন চালকের পক্ষে ৫ লাখ টাকা জরিমানা দেওয়া সম্ভব নয়। এদিকে, কোনো ঘোষণা ছাড়াই চালকদের এ ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন জেলার সাধারণ যাত্রীরা। অতিরিক্ত ভাড়া দিয়ে টেম্পু, ব্যাটারিচালিত বাইক, নছিমন দিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন অনেকে। মাদারীপুর থেকে রাজশাহীগামী যাত্রী মারুফ হাসান বলেন, এলাকায় এক আত্মীয় অসুস্থ, তাকে দেখতে যাবো। সকালে বাসস্ট্যান্ডে এসে দেখি বাস বন্ধ। এতে আমার মত অনেক যাত্রী বিপাকে পড়েছেন। জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের প্রতিবাদে শ্রমিকরা বাস চালানো বন্ধ করে দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App