×

জাতীয়

বেশি দামে লবণ বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯, ০৬:৫৫ পিএম

বেশি দামে লবণ বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা
বেশি দামে লবণ বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

ভোলার চরফ্যাশন উপজেলার জ্যাকব এভিনিউ ও চক রোডে লবণের মূল্য বেশি রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৯নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব ব্যবসায়ীকে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় জরিমানা করা হয়।

জরিমানার শিকার হওয়া ব্যবসায়ীদের মধ্যে, আলমগীর হোসেনকে ৩ হাজার টাকা, সেলিম ৩ হাজার ও বাবুলকে ৫ হাজার টাকা জরিমানা  করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষি, সাধারণ সম্পাদক জাকির, চরফ্যাশন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আরেফিনসহ আরো অনেকে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী গুজব ছড়িয়ে বাজারকে অস্থিতিশীল করার জন্য লবণের মূল্য বেশি রাখছে। প্রতিকেজি লবণের মূল্যে ২০ থেকে ৫০ টাকা বেশি রাখার অভিযোগ উঠেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App